খবরা-খবর
বালিতে সাবওয়ের দাবিতে সভা ও ডেপুটেশন

দীর্ঘদিন ধরে বালি স্টেশনের সাবওয়ের অচলাবস্থার বিরুদ্ধে সাধারণ মানুষের সাথেই আন্দোলনে সামিল সি পি আই (এম এল) এবং আইসা। তারই অঙ্গ হিসেবে কয়েক হাজার মানুষের সই সম্বলিত এক দাবিসনদ পেশ করা হয় গত ১৮ ডিসেম্বর বালির স্টেশন ম্যানেজারকে। সাথেই চলে স্টেশন চত্বরে বিক্ষোভ সভা। সভায় বক্তব্য রাখেন পার্টির জেলা সম্পাদক দেবব্রত ভক্ত, রাজ্য কমিটি সদস্য বাসুদেব বসু, জেলা নেতা দীপক চক্রবর্তী, আইসা’র জোনাল সম্পাদক অমিতাভ, আর ওয়াই এ নেতা মিলন, রেল ইউনিয়নের নেতা এন এন ব্যনার্জী, প্যাসেঞ্জারস্ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে বাসুদেব দাস ও মেহমুদ আহমেদ এবং নীলাশিস বসু। দাবিসনদ স্টেশন ম্যানেজারকে পেশ করে একমাস সময়সীমা দেওয়া হয়, তার মধ্যে কোন সুরাহা নাহলে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়। এলাকার মানুষের বিপুল সমর্থন আছে দাবির প্রতি, ফলে এই আন্দোলনকে আরও গতি দেওয়ার প্রক্রিয়া চলছে।

খণ্ড-26
সংখ্যা-1