কাশ্মীর : চুঁচুড়ায় বামপন্থীদের যৌথ মিছিল

কাশ্মীরী জনগণকে সম্পূর্ণ অন্ধকারে রেখে, সমগ্র উপত্যকায় সপ্তাহব্যাপী অঘোষিত জরুরি অবস্থার পরিস্থিতি সৃষ্টি করে এবং বিরোধী রাজনৈতিক নেতাদের গ্রেপ্তারির মাধ্যমে মোদী সরকার যে ভাবে কাশ্মীরের স্বায়ত্তশাসনের শেষ চিহ্ন স্বরূপ ৩৭০ ধারাকে প্রত্যাহার করেছে এবং জম্মু-কাশ্মীরের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে তাদের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা কেড়ে নিয়েছে – তার বিরুদ্ধে ৭ আগস্ট বিকেলে হুগলী জেলার সদর শহর চুঁচুড়ায় বামপন্থী দলগুলির এক সংযুক্ত মিছিল সংগঠিত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্বেও মিছিলে অংশগ্রহণকারীদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। কোর্ট চত্বর থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় হুগলী চকবাজারে। মিছিলের পুরোভাগে ছিলেন পার্টির জেলা সম্পাদক প্রবীর হালদার, সিপিআই(এম)-এর হুগলী-চুঁচুড়া লোকাল কমিটির সম্পাদক মনোদীপ ঘোষ , আরএসপি-র জেলা নেতা কিশোর সিং, ফরওয়ার্ড ব্লকের জেলা নেতা সুনীল সাহা প্রমুখ বামপন্থী নেতৃবৃন্দ।

খণ্ড-26