আবেদন
শ্রমমন্ত্রীকে পশ্চিমবঙ্গ গৃহ ও অন‍্যান‍্য নির্মাণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের চিঠি
sra

মাননীয়,
মলয় ঘটক, শ্রমমন্ত্রী, পশ্চিমবঙ্গ,
নব মহাকরন, ১২তল,
কোলকাতা-৭০০০০১,

বিষয়: করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় নির্মাণ শ্রমিকদের আর্থিক অনুদান প্রদান প্রসঙ্গে।

মহাশয়,

বর্তমান পরিস্থিতিতে তিন সপ্তাহের বেশি নির্মাণ শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন। তাদের পরিবারে নেমে এসেছে চরম দুর্দশা। তারা বিনিদ্র নয়নে সরকারের উদ‍্যোগের দিকে তাকিয়ে আছেন। কিন্তু নির্মাণ শ্রমিকরা সঠিক সংবাদ পাচ্ছেন না। তারা বিভ্রান্ত।

২৬/০৩/২০২০ তারিখ মাননীয়া মুখ‍্যমন্ত্রীর নিকট নির্মাণ শ্রমিকদের দাবিসনদ পেশ করেছিলাম।

যাই হোক, আমাদের দাবি

(১) পশ্চিমবঙ্গ গৃহ ও অন‍্যান‍্য নির্মাণ শ্রমিক কর্মচারি কল‍্যাণ পর্ষদের তহবিল থেকে প্রত‍্যেক নির্মাণ শ্রমিকদের ৫০০০ টাকা প্রদান করা হোক।

(২) প্রত‍্যেকের ব‍্যাঙ্ক একাউন্টে টাকা প্রদান করা হোক।

(৩) এসএসওয়াই-২০১৭ অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক কল‍্যাণ পর্ষদ, সামাজিক সুরক্ষা যোজনা লাগু করার সময় আপনার সরকারের ছাপানো পুস্তকে লিপিবদ্ধ করেন ২০১৭ সাল পর্যন্ত নথিভূক্ত নির্মাণ শ্রমিক সংখ‍্যা (ক) ২৯৯৫১৫০। (খ) ২০১৭-১৮/২০১৮-১৯/২০১৯-২০ নথিভূক্ত নির্মাণ শ্রমিক যুক্ত হবে। এছাড়া (গ) অন লাইনে ফর্ম ফিলাপ করার পর এখনো পর্যন্ত এসএসআইএন নং পাইনি। (ঘ)২০১৫-র নাগাদ অন লাইন চালুর শুরুতেই জটিলতায় হতাশগ্রস্ত/অসুস্থ/ভিনরাজ‍্যে কাজ করার ফলে যে সমস্ত নির্মাণ শ্রমিকরা পরিচয় পত্রের পুনর্নবিকরণ করতে পারেনি মানবিকতার কারণে তাদের নথিভূক্ত হিসাবে ধরে নিতে হবে।

আশাকরি, আপনি আমাদের ভাবনাকে গুরুত্ব দিয়ে দ্রুত সুসংবাদ দেবেন।

অভিনন্দন সহ
কিশোর সরকার
সম্পাদক, পশ্চিমবঙ্গ গৃহ ও অন‍্যান‍্য নির্মাণ শ্রমিক কর্মচারি ইউনিয়ন (AICCTU-অন্তর্ভূক্ত)

খণ্ড-27