কোভিড সংক্রমিত ভারতের স্পার্টাকাসেরা
h21


স্পার্টাকাস জানতেন যে প্রশ্নগুলি বিভিন্ন, কিন্তু উত্তর সবসময়ই এক। আচমকা লক ডাউনের ধাক্কায় কাজ হারাল কারা? – শ্রমিক
আটকে পড়ল কারা, কাদের জোর করে আটকে রাখা হল? – শ্রমিক;
বছরের পর বছর শ্রম দিয়েও বুভুক্ষু অবস্থায় লাইনে দাঁড়িয়ে খাবার ভিক্ষা করতে বাধ্য হচ্ছে কারা? – শ্রমিক;
ক্ষুধার তাড়না আর পরিবারের ভালোবাসার টানে গরে ফিরতে হাজার মাইল পথ হাঁটছে কারা? – শ্রমিকেরা;
দম ফুরিয়ে রাস্তায় মারা যাচ্ছে কারা? করা গাড়ি উল্টে মারা যাচ্ছে? – শ্রমিক;
স্যানাইটিজেশনের নামে শরীরে কীটনাশক স্প্রে নিতে বাধ্য হল কারা? – শ্রমিকেরা;
কাদের লাঠিপেটা করা হল? বাচ্চার দুধ আর রেশন চাওয়ায় কারা পুলিশের হামলা সইল? – শ্রমিক;
অসহ্য অপমানে আত্মহত্যা করল কারা? – শ্রমিক;
কারোনার পরীক্ষা করাতে এখানে ওখানে হন্যে হয়ে ছুটোছুটি করতে হয়েছে কাদের? – শ্রমিকদের;
কোয়ারান্টাইনের ব্যবস্থা না থাকায় গাছে চড়ে বসবাস করতে বাধ্য হল কারা? – শ্রমিক;
ডিটেনশন ক্যাম্পের মতো আটক করে রাখা হল কাদের? – শ্রমিকদের;
মুরগির খাঁচার মত ঘরে গাদাগাদি করে আছে বলে দূরত্ব বজায় রাখতে বাধ্য করা হল কাদের? – শ্রমিকদের;
মালট্রেনের চাকায় পিশে গেল কাদের জীবন? – শ্রমিকের;

কারা এইসব নগর আর মেট্রো তৈরি করেছে? আমাদের বাড়িঘর তৈরি করেছে, সাফাই করেছে, আমাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং খাদ্য উৎপন্ন করেছে আর বয়ে নিয়ে এসেছে কারা? – শ্রমিক;

এবং তারপর একদিন সরকার বৈঠকে বসল সেইসব মালিকদের সাথে যারা ছুটির মৌতাতে কাটিয়েছে মহামারি-লকডাউন এবং এখন বলছে ওদের মুনাফার ‘ক্ষতি’ শ্রমিকদেরই পূরণ করতে হবে!

৮ ঘণ্টার পারিশ্রমিক দিয়ে ১২ ঘণ্টা কাজ করতে বলা হচ্ছে কাকে? – শ্রমিককে;
কাদের অধিকার তিন বছরের জন্য স্থগিত করে দেওয়া হল? – শ্রমিকের;

স্পার্টাকাস, একশ ছাব্বিশ বছর পর আরেক মে দিবসের সমকালে, শিকাগো শহর থেকে অনেক অনেক মাইল দূরে নতুন করে আবার দাসে পরিণত করা হচ্ছে আপনাকে।

স্পার্টাকাস, বিদ্রোহে রুখে দাঁড়িয়ে একথা আপনি জেনে গেছিলেন যে, এই বিশ্ব কেবলমাত্র শ্রমিকেরাই বদলাতে পারে।

                                                                                                                                                      - রাধিকা মেনন

খণ্ড-27