মে দিবসের আহ্বান
may

 

  • সংগ্রামের জন্য ঐক্যবদ্ধ হও

  • করোনার হাত থেকে সকলের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে নিখরচায় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

  • স্বাস্থ্য কর্মী,স্কীম কর্মী, সাফাই কর্মী সহ যারাই সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করছেন তাঁদের সুরক্ষা বর্ম দিতে হবে। তাঁদের বিরুদ্ধে কুৎসা রটিয়ে দাগিয়ে দেওয়া চলবে না।

  • পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ অ্যাকশন প্ল্যান, নিখরচায় নিজ নিজ ঘরে নিরাপদে ফেরানোর জন্য বিশেষ পরিবহনের ব্যবস্থা করতে হবে।

  • লকডাউনের পর্যায়ে পুরো মজুরি, জীবন নির্বাহের জন্য আগামী ৬ মাস পর্যন্ত প্রতি মাসে ১০,০০০ টাকা, কৃষি শ্রমিক সহ সমস্ত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য বিনামূল্যে রেশন দিতে হবে।

  • সামাজিক সুরক্ষা, পেশাগত সুরক্ষা, স্বাস্থ্য বিধিকে সর্বজনীন করতে হবে। ইনফর্মাল সহ সমস্ত শ্রমিকদের সামাজিক সুরক্ষা, ইএসআই, পিএফ, পেনশন, গ্রাচ্যুইটির আওতায় আনতে হবে।

  • ৮ ঘণ্টার শ্রম দিবস সহ শ্রমিকদের সমস্ত অধিকারকে সুরক্ষিত রাখতে হবে। কন্ট্রাক্ট প্রথা বাতিল করে সমস্ত কন্ট্রাক্ট ও অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করতে হবে।

  • ৪৪টি শ্রম আইনকে ৪ টি কোডে সংযুক্ত করে শ্রমিকদের দাসে পরিণত করার বিরোধিতা করুন।>

  • ছাঁটাই, মজুরি সংকোচন, ডিএ বন্ধ করা চলবে না।

  • কর্পোরেট ও বহুজাতিকদের স্বার্থে শ্রম আইনকে সংশোধন করা চলবে না।

  • নিখরচায় গণস্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোল।

  • সরকারী ও রাষ্ট্রীয় ক্ষেত্রের বেসরকারীকরণকে বিরোধিতা করুন। বহুজাতিক সংস্থার হাতে স্বাস্থ্য ব্যবস্থা তুলে দেওয়া ও ১০০% এফ ডি আই র বিরোধিতা করুন

  • মুনাফা আগে, জনগণ পরে – এই নীতিকে বিরোধিতা করতে হবে।

  • কোভিড-১৯ থেকে উদ্ভুত আর্থিক সংকটের বোঝা শ্রমিকশ্রেণীর উপর চাপানো চলবে না।

  • কর্পোরেটদের উপর ১০% করোনা কর চালু করো।

  • আরএসএস ও বিজেপি বিদ্বেষ ও কুসংস্কার ছড়ানোর যে অপচেষ্টা চালাচ্ছে, মুসলিম, দলিতদের দাগিয়ে কুৎসা ছড়াচ্ছে, শ্রমিকশ্রেণি ও শ্রমজীবী মানুষের ঐক্যে ফাটল ধরাতে করোনাকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িক প্রচার চালাচ্ছে, তা বানচাল করুন।

  • শ্রমিকশ্রেণী ও সারা দুনিয়ার জনগণের উপর আধিপত্য বিস্তার করতে সাম্রাজ্যবাদীদের হামলাকে পরাস্ত করুন।

  • উৎপীড়নকারী পুঁজিবাদী ব্যবস্থার অবসান ঘটিয়ে নতুন এক সমাজ, এক সমাজতান্ত্রিক সমাজ গঠনের লক্ষ্যে সংগ্রাম চালাতে হবে – যে সমাজে থাকবেনা নিপীড়ন, আধিপত্য, যা মুক্ত থাকবে বৈষম্য ও অত্যাচারের নানা ধরনে রূপ থেকে।

  • দেশবাসীর মুখে তুলে দাও অন্ন! করোনাকে হারাও। পরাস্ত করো ক্ষুধা ও দারিদ্র। মানুষের জীবন ও জীবিকা রক্ষা করো।

  • করোনা নিয়ে সাম্প্রদায়িক প্রচার বন্ধ করো।

  • করোনার অজুহাতে কর্পোরেট হামলা বন্ধ করো। মে দিবস জিন্দাবাদ! দুনিয়ার মজদুর এক হও।

  • শ্রমিক শ্রেণির সংহতি দীর্ঘজীবী হোক।

  • দীর্ঘজীবী হোক শ্রমিক-- কৃষক ঐক্য। সমাজতন্ত্র দীর্ঘজীবী হোক। পুঁজিবাদ- সাম্রাজ্যবাদ নিপাত যাক।
খণ্ড-27