বিষ্ণুপুরে এআইসিসিটিইউ-র ডেপুটেশন
bish

বিষ্ণুপুর শহরের ঐতিহ্যবাহী তাঁত শিল্প সহ শাঁখ, লন্ঠন ও অন্যান্য পোড়ামাটি, বেল-নারকেলের খোলা দিয়ে রকমারি সম্ভার বানানোর শিল্পের সাথে যুক্ত শ্রমিকদের লকডাউনের দরুন অনর্থনৈতিক ক্ষতি ও সঙ্কটময় পরিস্থিতি থেকে উদ্ধারের দাবি নিয়ে বিষ্ণুপুর মহকুমাশাসকের কাছে ডেপুটেশন দিলেন শ্রমিক সংগঠন এআইসিসিটিইউ-র নেতৃত্ব।

শহরে বসবাসকারী কয়েক হাজার ভ্যানচালক, রিক্সাচালক ও নির্মাণ শ্রমিক সহ সমস্ত অসংগঠিত শ্রমিকদের ১০০০০/- টাকা ভাতা প্রদানের দাবি করে এআইসিসিটিইউ।

এই লকডাউন চলাকালীন যাঁরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেন সেইসব পৌরসভার সাফাইকর্মীদের ন্যায্য ১৮,০০০/- নুন্যতম মজুরি ও এক বছরের ওপর কর্মে নিযুক্ত সমস্ত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিও জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।

আগামীদিনে এই সকল দাবি পূরণ না হলে রাস্তার আন্দোলন তীব্র করার কথা বলেন এআইসিসিটিইউ ভুক্ত ইউনিয়নের শ্রমিকরা।

খণ্ড-27