সাফুরার সাথে -- অপবাদের বিরুদ্ধে
safura

জাতীয় মহিলা কমিশনের প্রধান ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে জবাব চাই!
সাফুরার গর্ভাবস্থা প্রসঙ্গে বিজেপি নেতা কপিল মিশ্রর অশ্লীল মন্তব্যে জাতীয় মহিলা কমিশন ও প্রধানমন্ত্রী চুপ কেন?
কোভিড-১৯-এর জন্য চিহ্নিত অপেক্ষাকৃত সুরক্ষিত স্থান যেমন, সবুজ বা কমলা অঞ্চলেও গর্ভবতী মহিলাদের বাড়িতে থাকার নির্দেশ রয়েছে সরকারের। এমতাবস্থায়, সাফুরা জারগার জেলে বন্দী কেনো?
দিল্লীর গণহত্যায় ইন্ধনকারী কপিল মিশ্র জেলের বাইরে, অপরদিকে সিএএ-বিরোধী নারী আন্দোলনের নেত্রী সাফুরা, ইসরাত, গুল্ফিসা জেলের ভেতরে। এই দ্বিচারিতা কীসের স্বার্থে?
এই অপবাদের লজ্জা জাফুরার নয় বরং লজ্জা কপিল মিশ্র এবং বিজেপি আই-টি সেলের।
নিজের বাড়িতে পোস্টার তুলে ধরুন, শারীরিক দূরত্ব বজায় রেখে। প্রশ্ন করুন জাতীয় মহিলা কমিশন ও প্রধানমন্ত্রীকে।
চলুন সাফুরার অপবাদকে আমরা প্রতিহত করি ভালোবাসা ও সংহতির বার্তায়।

আমাদের দাবি হোক,
সকল সিএএ-বিরোধী রাজনৈতিক কর্মীর মুক্তি।
অবিলম্বে গ্রেপ্তার করা হোক কপিল মিশ্রকে।

- সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি

খণ্ড-27