বিবৃতি
ট্রেনে বাড়ি ফেরার জন্য পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে ভাড়া আদায় করাটাকে ধিক্কার জানাতে হবে
rail

বিজেপি নেতৃবৃন্দ এবং এবং তাদের প্রচার যন্ত্র দাবি করছে যে, ট্রেনে ফেরা পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে রেল কোন ভাড়া আদায় করছে না। বাস্তব কিন্তু অন্য কথা বলছে। একটা ‘শ্রমিক স্পেশ্যাল’ শ্রমিকদের নিয়ে ভিওয়ান্দি থেকে উত্তরপ্রদেশের গোরখপুর আসছিল। ট্রেনে ৯০টা আসন ফাঁকা ছিল। ওই ট্রেনে চাপবার জন্য ১০০ জন শ্রমিক স্টেশনে পৌঁছলে তাদের চাপতে দেওয়া হয় না, কারণ, টিকিটের দাম মেটানোর টাকা তাদের কাছে ছিল না। অতিরিক্ত ৫০ টাকা সারচার্জও তাদের থেকে আদায় করা হচ্ছিল।

সিপিআই(এম-এল)-এর বিহার সম্পাদক কুনাল প্রশ্ন তুলেছেন, পিএম কেয়ারস-এর তহবিল কিসের জন্য গঠিত হয়েছে? পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা ও তাদের চিকিৎসার জন্য কেন্দ্রীয় সরকার কেন পিএম কেয়ারস থেকে খরচ করছে না? তিনি আরও বলেন, দিল্লী এবং পাটনা উভয় স্থানেই যখন বিজেপি-জেডিইউ-এর ‘ডাবল ইঞ্জিন’ সরকার চলছে, তখন পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে এত দেরি হচ্ছে কেন তার জবাব নীতীশ কুমার ও সুশীল মোদীকে দিতে হবে। সিপিআই(এম-এল) আরও দাবি জানিয়েছে -- পরিযায়ী শ্রমিকদের ১০,০০০ টাকা লকডাউন ভাতা দিতে হবে, তিন মাস বিনা মূল্যে রেশন দিতে হবে এবং নিরাপদে শ্রমিকদের দ্রুত ফিরিয়ে আনতে হবে।

খণ্ড-27