খবরা-খবর
চা শ্রমিকদের দাবি
tea

 

এআইসিসিটিইউ-র আহ্বানে সাড়া দিয়ে দার্জিলিং জেলায় তরাই সংগ্রামী চা শ্রমিক ইউনিয়নের ব্যানারে ফাঁসিদেওয়া ব্লকের ত্রিহানা চা বাগান (মোহনলাল ডিভিশন) এবং খড়িবাড়ি ব্লকের শচীন্দ্র চন্দ্র চা বাগানে (সোনা চাঁদি) লক ডাউন চলাকালীন পুরো মজুরি দেওয়ার দাবিতে, রেশন দেওয়ার দাবিতে, স্হায়ী অস্হায়ী শ্রমিকের মজুরি ভাগ না করা, চা শ্রমিকদের ঘর নিয়মিত স্যানিটাইজ করা, মাস্ক, স্যানিটাইজার প্রভৃতি নিয়মিত যোগান দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান চা শ্রমিকেরা।

teaa

 

ত্রিহানা চা বাগান : কান্দরা মুর্মু, রমু সিং, বন্ধু বেক, দেওয়ান মার্ডির নেতৃত্বে বিভিন্ন দাবি সম্মিলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হন বাগানের শ্রমিকরা। শ্রমিকদের সোচ্চার শ্লোগান শেষে বক্তব্য রাখেন চা বাগান আন্দোলনের অনতম নেতৃত্ব কান্দরা মুর্মু।

শচীন্দ্র চন্দ্র চা বাগান খড়িবাড়ি : খড়িবাড়ি ব্লকের সোনা চাঁদি বাগানেও (শচীন্দ্র চন্দ্র) শ্রমিকদের পুরো মজুরি, রেশন সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখান বাগান শ্রমিকরা। নেতৃত্বে ছিলেন সুমন্তি এক্কা, জোসেফ ওঁরাও , তাসিলাল ওঁরাও, ফুলজেন এক্কা, রোজলিনা এক্কা প্রমুখ।

খণ্ড-27