প্রয়াত কমরেড আশীষ রায় (ঝুনু)
jhu

১৯৭০ দশকে সমাজ বদলের স্বপ্ন বুকে ঘর-বাড়ি, ক্যারিয়ার বিসর্জন দিয়ে যে যুব প্রজন্ম বিপ্লবী যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো তাঁদেরই একজন কমরেড আশীষ রায় (ঝুনু) গত ৮ জুন প্রয়াত হলেন। উঃ ২৪ পরগণার অশোকনগরে নিজ বাসগৃহে। মৃত্যুর সময়কালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বৎসর। ১৯৭২ সাল – নকশালবাড়ি আন্দোলনে ধাক্কার সময়কালে অশোকনগরের বুকে নেমে এসেছিলো প্রবল রাষ্ট্রীয় সন্ত্রাস। বিপরীতে উদ্বাস্তু জনবসতির এই শহরতলীর বুকে মুক্তি শপথ নেওয়া যুব শক্তি গড়ে তুলছিলো হার না মানা পাল্টা প্রতিরোধ। সে সময় কুম্বিং অপারেশনরত সামরিক বাহিনীর উপর দুঃসাহসী পাল্টা প্রত্যাঘাতের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তারপর গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন দমদম জেলে কারাবাসে থেকেছেন। ১৯৭৭ সালের পর মুক্তি পান। সেই সময়ে অশোকনগরে নবপর্যায়ে পার্টি কাজের শুরু থেকেই নানাবিধ গণআন্দোলনে, সংগঠনের উপর নেমে আসা বিভিন্ন হামলা ও ঝড় ঝাপটার সময়ে দৃঢ়চেতা প্রকৃত এক ঘনিষ্ঠজন হিসাবে পার্টির পাশে থাকার ভূমিকা নিয়ে গেছেন আজীবন। ব্যাপক মানুষের সাথে মিশতেন, মানবিক মূল্যবোধ ও বলিষ্ঠতা ছিলো তাঁর বিশেষ গুণ। এলাকায় উদ্বাস্তু মানুষের বসতি স্থাপনের লড়াইয়ে নিয়েছিলেন অগ্রণী ভূমিকা। ১৯৭০ দশকে কারাবাসে থাকা নকশালপন্থী ও বামপন্থীদের রাজনৈতিক কর্মী হিসাবে স্বীকৃতি ও পেনশনের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে ও সংগঠনের সামনের সারিতে থেকেছেন। এই সংগঠনের উঃ ২৪ পরগণা জেলার সম্পাদক ছিলেন। গলার ক্যানসার রোগে আক্রান্ত হয়েছিলেন, কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসাও হয়েছিলো। দীর্ঘ রোগভোগের পর অবশেষে তিনি চিরবিদায় নিলেন। কমরেড আশীষ রায় (ঝুনু) লাল সেলাম।

খণ্ড-27