বিবৃতি
ত্রাণ নিয়ে দুর্নীতি বন্ধ কর, গণআন্দোলনের কর্মীদের নিঃশর্ত মুক্তি দাও
dea

আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও ত্রাণ নিয়ে দুর্নীতি-দলবাজির বিরুদ্ধে এবং ১০০ দিনের কাজের দাবিতে উত্তর ২৪ পরগণা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে জনগণের বিক্ষোভ শুরু হয়েছে। গত ২২ জুন দেগঙ্গা বিডিও অফিসে ত্রাণ-দুর্নীতির বিরুদ্ধে তুমুল বিক্ষোভ প্রর্দশন করেন দেগঙ্গার নানা প্রান্ত থেকে আসা হাজারের বেশি গ্রামবাসী। বিডিও দুর্নীতি আড়াল করার অপচেষ্টা চালালে জনগণও রুখে দাঁড়ায়। পরে তারা টাকি রোড অবরোধ করে। পুলিশ ও তৃণমূল আশ্রিত গুন্ডারা অবরোধ তোলার নামে নিরস্ত্র আন্দোলনকারীদের উপর হামলা চালায়। আহত হন অনেক গ্রামবাসী। রাতে বেশ কয়েকজন আন্দোলনকারীকে অন্যায় ভাবে গ্রেপ্তার করে জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়। এদের মধ্যে বেশির ভাগই ছাত্র-ছাত্রী ও সাধারণ গ্রামবাসী। সিপিআই(এমএল) লিবারেশন উত্তর ২৪ পরগণা জেলা কমিটি গ্রামবাসীদের এই ন্যায্য আন্দোলনকে সমর্থন জানাচ্ছে, পুলিশ ও দলীয় বাহিনীর হামলাকে তীব্র নিন্দা করছে‌ এবং আন্দোলনকারীদের নিঃশর্তে মুক্তির দাবি করছে। জেলা জুড়ে ত্রাণ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে এবং ক্ষতিপূরণ, কাজ ও খাদ্যের দাবিতে চলমান এই আন্দোলনের সমর্থনে কর্মসূচী গ্রহণ করেছে।

- সুব্রত সেনগুপ্ত 
সিপিআই(এমএল) জেলা সম্পাদক, উত্তর ২৪পরগণা 

খণ্ড-27