বিবৃতি
প্রতিরক্ষা শিল্পকে নিগমীকরণ করার সিদ্ধান্তের প্রতিবাদ
defe

২৮ মে ২০২০ ন্যাশান্যাল প্রোগ্রেসিভ ডিফেন্স এমপ্লইজ ফেডারেশন (এনপিডিইএফ) ও এআইসিসিটিইউ অনুমোদীত “কাশীপুর গান এন্ড শেল ফ্যাক্টরী ওয়ার্কার্স ইউনিয়নের” পক্ষ থেকে মাননীয় জেনারেল ম্যানেজারের হাতে স্মারকলিপি পদান করা হয় প্রতিরক্ষা মন্ত্রীর কাছে পাঠানোর জন্য। এই স্মারকলিপিতে প্রতিরক্ষা শিল্পে কর্পোরেটাইজেশনের প্রস্তাব প্রত্যাহার, প্রতিরক্ষা উৎপাদনে এফডিআই ৪৯% থেকে ৭৪ % পর্যন্ত বৃদ্ধি না করা ও কারখানাগুলোকে আধুনিক প্রযুক্তি, আধুনিক যন্ত্রপাতি ও শ্রমশক্তির বৃদ্ধি করে পর্যাপ্ত কাজের বরাত দেওয়ার দাবি জানানো হয় ।

এর প্রতিলিপি পাঠানো হয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, চেয়ারম্যান/ডিজিওএফ, প্রতিরক্ষা সচিব, সচিব (ডিপি) ও চিপ লেবার কমিশনারের দফতরে।

ধন্যবাদান্তে
জয়দেব দে
সভাপতি, জিএসএফ ওয়ার্কার্স ইউনিয়ন

খণ্ড-27