বিবৃতি
অমিত শাহ’র ভার্চুয়াল রালিতে “হের হিটলার” বন্দনার প্রতিচ্ছবি
am

কোভিড-১৯ অতিমারী ও লক-ডাউনের যাঁতাকলে দেশ ও রাজ্য যখন চরম সংকটে, তখন নরেন্দ্র মোদীর সেই বহু আলোচিত উক্তি “সংকটই সুযোগ” এনে দেবেকে কার্যকরী করতে আসরে হাজির অমিত শাহ। বাংলা নিয়ে ভার্চুয়াল সভায় অমিত শাহ আমপান বিপর্যয়কে জাতীয় বিপর্যয় ঘোষণা করতে আগ্রহী নন। যে হাজার হাজার পরিযায়ী শ্রমিকরা সর্বস্ব হারিয়ে বিপন্ন অবস্থায় ঘরে ফিরেছেন ও ফিরছেন, তাদের জন্য ন্যূনতম আর্থিক সহায়তা ঘোষণা করতেও উদগ্রীব নন। তিনি আগ্রহী তাঁর অসমাপ্ত কাজ এনপিআর, এনআরসি, সিএএ রূপায়ণ করার কাজে গতি আনতে। করোনা সংকটের আবহাওয়ায় নয়া বাংলা গড়ার নামে রাজ্য দখলের নীল নকশা তৈরি করার জন্য বাংলা নিয়ে ভার্চুয়াল সভায় হাজির হলেন অমিত শাহ। সভায় হাজির ব্যক্তিবর্গ হের হিটলার বন্দনার ভঙ্গিতে দাঁড়িয়ে ভার্চুয়াল সভা আলোকিত করল। ফ্যাসিস্ট রাজনীতির বাংলা দখলের রাজনীতিকে প্রতিহত করতে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকেই সোচ্চার হতে হবে।

ধন্যবাদান্তে 
পার্থ ঘোষ 
সম্পাদক, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সিপিআই(এমএল) লিবারেশন 
৯/৬/২০২০ 

খণ্ড-27