খবরা-খবর
পিএইচই-র পানীয় জলের দাবিতে বিক্ষোভ

phe

পুর্ব বর্ধমান জেলার কালনা-২নং ব্লক-এর অকালপোষ অঞ্চলের আগ্রাদহ, ঝিকড়া ও বাজিতপুর গ্রামের পানীয় জল সরবরাহ করার জন্য ২টি পিএইচই জল প্রকল্প তৈরি হয়ে আছে অনেক দিন হয়ে গেল। এমনকি গ্রামের মানুষদের না জানিয়ে গোপনে তৃণমূলের নেতারা নিজেদের মতো ৪ জন অপারেটর নিয়োগ করে ফেলেছে। যারা জানুয়ারী মাস থেকেই বেতন পাচ্ছেন। কিন্ত গ্রামের মানুষ এখনও পানীয় জল পাচ্ছেন না। শোনা যাচ্ছে তৃণমূলের নেতারা ঠিকাদারদের থেকে জল সরবরাহের পাইপের মিটার পিছু কাটমানি চাইছেন। তাই দুর্নীতি দলবাজি ও পানীয় জল না পাওয়ার ফলে এলাকার মানুষের মধ্যেক্ষোভ বেড়ে চলেছে। গত ৫ জুন আগ্রাদহ গ্রামের বাস স্ট্যান্ড এলাকায় সিপিআই(এম-এল) লিবারেশন-এর কালনা লোকাল কমিটির নেতৃত্বে প্রায় ২০০ লোকের মিছিল ও বিক্ষোভ সংগঠিত হয়। বিক্ষোভে দাবি ছিল – পিএইচই প্রকল্প দ্রুত চালু করে পানীয় জলের ব্যবস্থা করতে হবে। অপারেটর নিয়োগ নিয়ে দুর্নীতি দলবাজির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোন। জল সরবরাহ নিয়ে কাটমানি নেওয়া চলবে না। আমফান ঝড়ের ক্ষতিপূরণ নিয়ে দলবাজি দুর্নীতির বিরুদ্ধে সমস্ত মানুষ রুখে দাঁড়ান। বিক্ষোভ সমাবেশ এ বক্তব্য রাখেন লোকাল কমিটির সম্পাদক কমরেড রফিকুল ইসলাম।

dbd

 

৮ জুন বর্ধমান শহরে আমেরিকায় জর্জ ফ্লয়েড নৃশংস ভাবে পুলিশের হাতে খুন হন। তার বিরুদ্ধে আমেরিকান জনগণের উত্তাল বিক্ষোভ আন্দোলনের সমর্থনে বামপন্থীদের গণ সংগঠন গুলো যৌথভাবে প্রতিবাদ সংগঠিত করেন। এই প্রতিবাদ কর্মসূচীতে সিপিআই (এম-এল) লিবারেশন-এর জেলা সম্পাদক কমরেড সলিল দত্ত এআইকেএম-এর রাজ্য সভাপতি কমরেড অন্নদাপ্রসাদ ভট্টাচার্য সহ শহরের কমরেডরা উপস্থিত ছিলেন। আমেরিকার বর্নবৈষম্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। সাথে আমাদের দেশের দলিত আদিবাসীও সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর বিরুদ্ধেও প্রতিবাদ জানান হয়।

-- সজল পাল 

খণ্ড-27