যথাযোগ্য মর্যাদার সাথে শহিদ দিবস পালন হুগলিঘাট পার্টি অফিসে
hoog

১৯৭৩ সালের ৪ জুন তিনজন তরতাজা যুবককে গ্রেপ্তার করে পুলিশ ত্রিবেণী গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে গুলি হত্যা করে। হুগলির চকবাজারের গ্রিল কারখানার শ্রমিক জিতেন কুন্ডু, কাপাসডাঙা সতিন সেন স্কুলের শিক্ষক মনতোষ চক্রবর্তী এবং গুপ্তিপাড়ার ছাত্র রামশঙ্কর ব্যানার্জির শহিদ দিবস যথাযোগ্য মর্যাদার সাথে হুগলিঘাট পার্টি অফিসে পালিত হয়। এই এলকার বিপ্লবী সাথী জিতেন কুন্ডু, মনতোষ চক্রবর্তী নামাঙ্কিত শহিদ বেদীতে মালা পুষ্প অর্পণ করেন উপস্থিত পার্টি সদস্যর ও পার্টি দরদী কমরেড তাপস ঘোষ, সুজন চ্যাটার্জি, ধনুয়া, সালাউদ্দিন, জয়দেব উপস্থিত ছিলেন। ফ্যাসিবাদ কে পরাস্ত করা, বর্তমান পর্যায়ে দুর্দশাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো এবং শহিদদের অসমাপ্ত কাজকে এগিয়ে নিয়ে চলার শপথ গ্রহণ করা হয়। কর্মসূচীতে পতাকা উত্তোলন করেন কমরেড কল্যাণ সেন।

man
খণ্ড-27