খবরা-খবর
স্কীম ওয়ার্কার্স ফেডারেশানের ধর্মঘটের সিদ্ধান্ত
sec

দেশব্যাপী আশা কর্মীদের বঞ্চনা, করোনা আক্রান্ত এমনকি মৃত্যু সত্বেও ক্ষতিপূরণ না পাওয়া, এছাড়া অঙ্গনওয়ারীদের করোনা পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়া, আক্রান্ত হওয়া, মিড-ডে-মিল কর্মীদের অনিয়মিত সাম্মানিক পাওয়া প্রভৃতি বৈষম্যমূলক ও বেদনাদায়ক খবর আসছে। এই পরিস্থিতিতে স্কীম ওয়ার্কার্স ফেডারেশানের জাতীয় কমিটি ১৮ জুলাই জুম মাধ্যমে এক বৈঠক থেকে সিদ্ধান্ত নিয়েছে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আগামী ৭-৯ আগস্ট স্কীম ওয়ার্কার্সদের দেশব্যাপী যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তাকে সফল করতে পরিকল্পনা নিতে হবে। রাজ্যগুলি তাদের অবস্থা অনুযায়ী কর্মসূচী ঠিক করবে। ধর্মঘটের দাবিসনদ দ্রুত প্রস্তুত হচ্ছে।

খণ্ড-27