খবরা-খবর
প্রতিরক্ষা শিল্পে লড়াই চলছে
def

জাতীয় প্রতিরক্ষা শিল্পকে নিগমীকরণের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে শ্রমিক কর্মচারিদের লড়াই চলছে। ইতিমধ্যে অনির্দিষ্টকালীন ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্তকে ব্যালট ভোটের মাধ্যমে ব্যাপক সমর্থন জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিরক্ষা মন্ত্রীর কাছে মেমোরেন্ডাম প্রদান করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে রিজিওনাল লেবার কমিশনরের উদ্যোগে কাশীপুর গান এন্ড শেল ফ্যাক্টরি কর্তৃপক্ষ এবং জিএসএফ ওয়ার্কার্স ইউনিয়নের যৌথ বৈঠক সংগঠিত হয় বলে জানিয়েছেন ইউনিয়নের সভাপতি জয়দেব দে। তিনি নিজে বৈঠকে ইউনিয়নের প্রতিনিধিত্ব করেন। বৈঠকে কেন্দ্রীয় সরকারের এই অনঅভিপ্রেত, একতরফা, অযৌক্তিক ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের জোরালো বিরোধিতা করেন এবং প্রতিরক্ষা শিল্পের সঙ্গে যুক্ত সমস্ত ফেডারেশন ও এ্যাসোসিয়েশনগুলো এই নিগমিকরণের তীব্র বিরোধিতা করছে বলে জানান। আগামী ২৫ আগষ্ট ২০২০ পরবর্তি বৈঠকের দিন ধার্য হয়েছে। জাতীয় প্রতিরক্ষাকে বেসরকারী হাতে তুলে দেওয়ার এই প্রক্রিয়ার বিরুদ্ধে লড়াই চলবে।

খণ্ড-27