কমরেড তৃপ্তিলতা রায় অমর রহে
tree

কোন্নগর অরবিন্দ পল্লী নিবাসী কমরেড তৃপ্তিলতা রায় (বয়স আনুমানিক ৬৫ বছর) কিছু অসুস্থতা নিয়ে গত ১৭ জুলাই উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হন এবং গত ১৮ জুলাই দুপুরে অনেক টালবাহানার পরে পার্টির তৎপরতায় তাঁর কোভিড টেস্ট করে হাসপাতাল। ঐদিন রাতেই কমরেডের মৃত্যু হয়। টেস্টের রিপোর্ট না আসায় তাঁর দেহ পরিবারকে দেওয়া হয় না এবং সময় চলে যেতে থাকে। এমতাবস্থায় গত ২১ জুলাই দুপুরে পার্টির তরফ থেকে উত্তরপাড়া হাসপাতালে বিক্ষোভ দেখানো হয়। জবাবদিহি চাওয়া হয় হাসপাতাল সুপার ও প্রশাসনকে। এই চাপে পড়ে সরকারের স্বাস্থ্য দফতর ও কর্তৃপক্ষ জরুরিভিত্তিতে গত ২২ জুলাই সকালে তাঁর ছেলে ও পার্টির সদস্য কমরেড তারক রায়কে হাসপাতালে ডেকে তার মৃতদেহ দেখায় এবং ডেথ সার্টিফিকেট ও টেস্ট রিপোর্ট দেয় যাতে জানা যায় যে কমরেড তৃপ্তিলতা রায় কোভিড পজিটিভ ছিলেন। ফলত তাঁর দেহ পরিবারের হাতে দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

কোন্নগর-উত্তরপাড়া অঞ্চলে বামপন্থী রাজনীতি বিশেষত প্রথম পর্বে সিপিআই পরে সিপিআই(এমএল) লিবারেশন পার্টি গঠনে কমরেড তৃপ্তিলতা রায়ের গোটা পরিবার ও বাড়ির গুরুত্ব অপরিসীম। শুরুর দিকে একটা লম্বা সময় ওঁদের বাড়িতেই ছিল পার্টি অফিস। বিভিন্ন কর্মসূচীতে কমরেড তৃপ্তিলতা রায়ের সক্রিয় অংশগ্রহণ থেকেছে। পার্টি তাঁর লড়াকু জীবনকে লাল সেলাম জানাচ্ছে ও তাঁকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে এবং তাঁর পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। কমরেড তৃপ্তিলতা রায় অমর রহে।

খণ্ড-27
সংখ্যা-26