সরোজ দত্ত ও ৫ আগষ্ট
sar

৫ আগষ্ট ২০২০ সরোজ দত্ত’র ঊনপঞ্চাশতম শহীদ দিবস। ৫ আগষ্ট ২০২০ দিনটিতে, কাশ্মীরের গণতন্ত্র ও স্বাতন্ত্র‍্য কেড়ে নিয়ে কাশ্মীরকে বন্দী করে নয়া উপনিবেশ বানানোর কু’দিনের এক বছর পূর্ণ হবে। ঐদিনই রামের নামে ভারতের জনতাকে টুকরো টুকরো করার লক্ষ্যে গোটা দেশকে সাম্প্রদায়িক জিঘাংসার উল্লাস মঞ্চ বানাতে চলেছে ফ্যাসিস্ত বিজেপি। এই সময়ে, সরোজ দত্ত স্মরণে কবি নবারুণ ভট্টাচার্যের বলা কয়েকটি কথা আমরা আরেকবার পড়ে নিতে পারি, “ইতিহাসে দেখা গেছে সরফরাজি চণ্ড ও ভণ্ডদের দাপটের সামনে অনেকেই ক্লীব, পঙ্গু ও অসাড় হয়ে পড়ে। মানুষ যত চুপ করে থাকে, যত অন্যায় মেনে নেয় তত বাড়তে থাকে রাক্ষসদের হম্বি-তম্বি ও রাক্ষসদের কর্তাভজা খোক্কসদের বিকট কোরাস। এই অসময়ে যারা নীলকমল লালকমল হতে চাইবে তাদের বিবেক সবল ও তরতাজা থাকা দরকার। কোনও কোনও মানুষের কথা ভাবলে কাজটা করে ফেলা অসম্ভব নয়। সেরকমই একজন মানুষ ছিলেন সরোজ দত্ত। নিজের প্রাণ দিয়ে তিনি জায়গা করে নিয়েছেন জুলিয়াস ফুচিক বা গ্যাব্রিয়েল পেরির পাশে।”

খণ্ড-27
সংখ্যা-26