খবরা-খবর
সল্টলেকের গেস্ট হাউসে মাদ্রাসা শিক্ষকদের ওপর বিদ্বেষমূলক হেনস্থার বিরুদ্ধে বিক্ষোভ
dsr

এনআইএর ধরপাকপড় ও তাকে কেন্দ্র করে মিডিয়ার বিদ্বেষমূলক সংবাদের পরপরই সল্টলেকে ৩৯ডি এল ব্লকে ট্রিনিটি গেস্ট হাউস থেকে চারজন মাদ্রাসা শিক্ষককে জোর করে বের করে দেওয়া হয় কেবল মাত্র মুসলমান পরিচিতির জন্য। ওঁরা মালদহ থেকে এখানে এসেছিলেন প্রশাসনিক কাজে।এর প্রতিবাদে সিপিআই(এমএল) লিবারেশন, সিপিআই(এম), সিপিআই এবং জাতীয় কংগ্রেস এর সম্মিলিত প্রতিবাদ সভা হয় এবং মিছিল করে সল্টলেক পুর্ব থানায় ডেপুটেশন দেওয়া হয়। ডিরোজিও ভবনের সামনে সভায় বক্তব্য  রাখেন নির্মল ঘোষ। থানায় যে প্রতিনিধি দল যান সেখানে পার্টির পক্ষে প্রতিনিধিত্ব করেন জেলা কমিটির সদস্য তন্ময়  নন্দী।

খণ্ড-27
সংখ্যা-34