স্বামী অগ্নিবেশের প্রয়াণে সিপিআই(এমএল) কেন্দ্রীয় কমিটির শোকবার্তা
sde

স্বামী অগ্নিবেশের মৃত্যুতে আমরা শোকাহত। তিনি ছিলেন সামাজিক দসপ্রথা ও ধর্মান্ধতার বিরুদ্ধে আজীবন এক নিরলস যোদ্ধা এবং জনগণের সমস্ত ধরনের সংগ্রামের এক পরম সুহৃদ।

স্বভাবত সুধীর ব্যক্তিত্বের অধিকারী অগ্নিবেশ ঘৃণার রাজনীতির বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন। এজন্য তাঁকে, বেশি দিনের কথা নয়, ভারতের শাসকদল বিজেপির কর্মীবাহিনীর দলবদ্ধ হামলার মুখেও পড়তে হয়েছে। এক বিজেপি মন্ত্রী উন্মত্ত জনতার সেদিনের সেই প্রাণঘাতী হামলার চেষ্টাকে সমর্থন জানিয়ে ওকালতিও করেছিলেন। শুধুমাত্র সাম্প্রদায়িকতার বিবেকনিষ্ঠ বিরোধিতার জন্যই নয়, গৈরিক বেশে অগ্নিবেশ নির্যাতিত মানুষের অধিকারের কথা, সমতার কথা বলতেন আর এভাবেই বিজেপির, গৈরিক বেশকে ভয়ঙ্কর ধর্মান্ধতার সঙ্গে সমার্থক করে তোলাকে প্রত্যাখ্যান করায়, বিজেপির এত রাগ তাঁর উপর। তাঁর সাহস, ধৈর্য ও সংগ্রামী মানসিকতা ভারতকে সাম্প্রদায়িক ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে অনুপ্রেরণা যুগিয়ে যাবে।

আমরা স্বামী অগ্নিবেশকে শ্রদ্ধা জানাই তাঁরই প্রিয় শ্লোগানে,

“কামানেওয়ালা খায়গা
লুটনেওয়ালা যায়গা
নয়া জমানা আয়েগা”

(শ্রমজীবীরাই ভাত পাবে, লুঠেরারা বিদায় হবে, নতুন ভোর জাগবে)

খণ্ড-27
সংখ্যা-33