খবরা-খবর
গৃহবন্দী জীবন থেকে মুক্তির স্বাদ
gre

পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের যাদবপুর শাখা “সংযোগ” সাংস্কৃতিক সংস্থার প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল প্রতাপগড় প্রাথমিক বিদ্যালয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি দেবাশিস চক্রবর্তী। তিনি কোভিড পরিস্থিতিতে মানুষের যন্ত্রণার কথার সাথে রুখে দাঁড়ানোর কথাও উল্লেখ করেন। গণসঙ্গীত পরিবেশন করেন প্রণব মুখার্জী ও সুব্রত ভট্টাচার্য। তিনটি শ্রুতি নাটক অনুষ্ঠিত হয়। অভিনয়ে ছিলেন স্বপন চক্রবর্তী, স্বপ্না চক্রবর্তী, সুমিত, জিনিয়া, পূণ্যশ্রী ও শিলা দে সরকার। স্বরচিত কবিতা পাঠ করেন পার্থ ও বীরুন ব্যানার্জী। সভার শেষ লগ্নে সমবেত গণসঙ্গীত পরিবেশন করেন নীতীশ রায়, রত্না মন্ডল সহ অন্যান্য শিল্পীরা। গৃহবন্দী জীবন থেকে ক্ষণিকের মুক্তির স্বাদ এনে দেয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান। সভাটি সুন্দরভাবে সঞ্চালনা করেন সুব্রত ভট্টাচার্য।

খণ্ড-27
সংখ্যা-32