খবরা-খবর
দঃ ২৪ পরগণার মগরাহাট ১ নং ব্লক কৃষি দপ্তরে কিষাণ মহাসভার ডেপুটেশন
saa


দঃ ২৪ পরগণা জেলার মগরাহাট ১ নং ব্লকে দীর্ঘদিন পরে খুবই উৎসাহ উদ্দীপনার সাথে এআইকেএম কর্মীরা কৃষকদের জরুরি প্রশ্নগুলিকে তুলে ধরলেন। গত ৭ অক্টোবর উস্থি অঞ্চলের কৃষক কর্মীরা ব্লকের কৃষি উন্নয়ন আধিকারিকের কাছে এক ডেপুটেশন কর্মসূচী সংগঠিত করেন। ডেপুটেশনে কেন্দ্রীয় নয়া কৃষি আইন প্রত্যাহারের দাহি জানালে উপ কৃষি আধিকারিক সেটা উপরে পাঠিয়ে দেবেন বলে জানান। সার-বীজ প্রভৃতি কৃষি সহায়তাগুলি প্রকৃত দরিদ্র কৃষকদের কাছে পৌছাচ্ছে না কেন,এ নিয়ে প্রতিনিধিরা তীব্র ক্ষোভ জানায়। কম সূদে কৃষিঋণ, কৃষি যন্ত্রপাতি এগুলিও যাতে ক্ষুদ্র – মাঝারি চাষিরা পায় সেই প্রসঙ্গে ব্লক থেকে সহায়তা করার আশ্বাস পাওয়া যায়। যারা মৌখিক চুক্তি বা ভাগে চাষ করে থাকেন পঞ্চায়েতের শংসা পত্র নিয়ে এলে তারাও ঐ সহায়তাগুলি পাবেন বলে জানা যায়। এলাকায় এলাকায় দলবাজি তথা শাসক দলের আধিপত্য কায়েম করে গরিব কৃষকদের বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চনা করা হচ্ছে, পাশাপাশি দেখা যাচ্ছে ঋণ প্রদানে ব্যাংকের প্রবল অনীহা। এসবের বিরুদ্ধে এবং কেন্দ্র ও রাজ্য সরকারের কৃষক বিরোধী নীতির প্রতিবাদে কৃষকদের সমাবেশিত করা এবং ব্যপক প্রচারের মধ্য দিয়ে আগামীতে আরও বড় আকারে বিক্ষোভ সংগঠিত করার পরিকল্পনা এলাকার কৃষক সংগঠন গ্রহণ করেছে। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন এআইকেএম এর জেলা ও রাজ্য নেতা দিলীপ পাল, আয়ারলা ও এলাকার সংগঠক নবকুমার বিশ্বাস, উস্থি এলাকার নেতা জয়দেব নস্কর, জগদীশ মন্ডল প্রমূখ।

খণ্ড-27
সংখ্যা-37