সংগ্রামের কান্ডারী কমরেড বিমান বিশ্বাসের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা
kand

গত ১১ অক্টোবর কমরেড বিমান বিশ্বাসের প্রথম মৃত্যু বার্ষিকীতে এক স্মরণসভা অনুষ্ঠিত হলো তাঁর জন্মভূমি তথা কর্মক্ষেত্র ন’পাড়া অঞ্চলের কালীনগর গ্রামে। ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত এই স্মরণসভায় উপস্থিত ছিলেন এই এলাকার পার্টি ও আন্দোলনের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত কর্মী সমর্থক দরদী মানুষেরা, বিমান বিশ্বাসের সাথে যাদের ছিলো আত্মিক সম্পর্ক। তিনি ছিলেন অত্যন্ত বড় মাপের একজন মানুষ। আজকের জাতপাত ও সাম্প্রদায়িক বিভাজনের এই পরিবেশে তাঁর দৃঢ় মানসিকতা আমাদের পাথেয় হয়ে থাকবে। বললেন তাঁর দীর্ঘদিনের সহকর্মী পার্টির নদীয়া জেলা কমিটি সদস্য ধনঞ্জয় গাঙ্গুলী। তিনি আরও বললেন, বিমানের সাথে জনগণের নিবিড় যোগাযোগ ছিলো, সে বলতো ছোটখাটো গ্রামীণ দ্বন্দ্বের বিষয়গুলি উপরিস্তরে এ্যাজেন্ডা না বানিয়ে নীচুতলাতেই সমাধান করে নিতে হবে। যারা একসময় আমাদের বিরোধিতা করেছে পরিবর্তিত পরিস্থিতিতে তারা স্বপক্ষেও আসতে পারে। সেই মানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। নদীয়া জেলা ও রাজ্য কমিটি সদস্য কাজল দত্তগুপ্ত বলেন, এখন চারিদিকে অনুপ্রেরণার কথা শুনতে পাওয়া যায়। আমাদের পার্টি ও বিস্তৃর্ণ এই এলাকায় সাধারণ মানুষের কাছে বিমানদাই ছিলো অনুপ্রেরণা। গরিব মানুষকে রাজনীতির একেবারে কেন্দ্রে নিয়ে আসার দক্ষতা তার ছিলো। গ্রামীণ পরিস্থিতির সমস্ত দিকগুলির উপর নিখুঁত খোঁজখবর রাখতেন, অদ্ভূত এক দূরদর্শিতা তাঁর ছিলো। তিনি আমাদের এই সমস্ত শিক্ষা দিয়ে গেছেন।শুরুতে লাল পতাকা উত্তোলন করা হয়।  বিমানদার প্রতিকৃতি ও শহীদ বেদীতে মাল্যদান করেন কালীনগর গ্রামের বিমানদার সহকর্মী ইরাবুল মন্ডল, কালো হোসেন, সোনাতলা গ্রামের নজরুল ঘরামি, গিয়াসুদ্দিন সেখ, ধুবুলিয়া এরিয়া কমিটি সম্পাদক শঙ্কর রায়, মুড়াগাছা লোকাল কমিটি সম্পাদক হবিবুর রহমান প্রমুখ। বক্তব্য রাখেন হাবুল বিশ্বাস, আসান মন্ডল, ঠান্ডু সেখ, কলম বিশ্বাস সহ অন্যান্যরা। বিমানদা কীভাবে একনিষ্ঠভাবে পার্টি করে গেছেন, আপামর মানুষের সাথে যোগাযোগ রেখে চলতেন সেই সমস্ত দিকগুলি তারা তুলে ধরে বলেন, সারাটা জীবন ধরে তিনি শিখিয়ে দিয়ে গেছেন সংগ্রাম কাকে বলে। স্মরণসভায় সভাপতিত্ব করেন সহিদুল মোল্লা। এছাড়াও আজকের পরিস্থিতি ও পার্টির সামনে যে চ্যালেঞ্জগুলি রয়েছে সেই বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন রাজ্য কমিটি সদস্য জয়তু দেশমুখ। সাম্প্রদায়িক ফ্যাসিবাদী শক্তি এবং এ রাজ্যে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে পার্টির স্বাধীন গণভিত্তি গড়ে তোলার বিষয়টি আলোচনায় গুরুত্ব সহকারে উঠে আসে।
– জয়তু দেশমুখ

খণ্ড-27
সংখ্যা-37