খবরা-খবর
ঋণমুক্তির দাবিতে বিক্ষোভ
ddar

অপরিকল্পিত লকডাউনের ফলে আর্থিকভাবে বিপর্যস্ত শ্রমজীবী জনতা। লকডাউনের ফলে আর্থিকভাবে বিপর্যস্ত সমস্ত মানুষের ঋণ মকুবের দাবিতে লড়ছে ঋণমুক্তি কমিটি। গত ৫ অক্টোবর বজবজের কালিপুরে সমস্ত গরিব জনতার ঋণমকুবের দাবিতে, সকলের জন্য ২০০ দিনের কাজ ও ৫০০ টাকা মজুরি, লকডাউনের ফলে বিপর্যস্ত সমস্ত গরিব মানুষকে মাসিক ১০,০০০ টাকা লকডাউন ভাতা সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখায় আয়ারলা ও ঋণমুক্তি কমিটি। বিক্ষোভে গ্রামীণ শ্রমজীবী জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদক কিশোর সরকার সহ ইন্দ্রজিৎ দত্ত, আশুতোষ মালিক, দেবযানী গোস্বামী, অঞ্জনা মাল ও আরো অনেকে।

খণ্ড-27
সংখ্যা-36