শোক সংবাদ : পুলকেশ গোস্বামী
gaaa

পার্টির অত্যন্ত ঘনিষ্ঠ এবং একসময় পার্টির সদস্য পুলকেশ গোস্বামী গত ২১ অক্টোবর মধ্যরাতে প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। কমরেড পুলক সম্পর্কে কমরেড ধীরেশ গোস্বামীর ভাই। কমরেড পুলক সহ পরিবারের তিনজন কোভিড আক্রান্ত হয়েছিলেন, স্ত্রী ও চিকিৎসক মেয়ে রোগমুক্ত হলেও পুলককে ফেরানো যায়নি। পুলকের ২০১৬ সালে কিডনি প্রতিস্থাপন হয়েছিল। ডায়ালেসিস করার চেষ্টা হয়, কিন্তু সম্ভব হয়নি। তাঁর প্রয়াণে পার্টির নেতৃবৃন্দ, বন্ধুবান্ধব জগৎ গভীর শোকপ্রকাশ করেছেন।

পুলক পারিবারিক ও আর্থিক জীবনে কঠোর পরিশ্রম করে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আরও অনেকের মতই প্রয়াত কমরেড অরিজিৎ মিত্র, দিলীপ বন্দ্যোপাধ্যায়দের উষ্ণ সান্নিধ্য উপভোগ করতেন। পুলক আইপিএফ-এর সময় সক্রিয় সদস্য ছিলেন। এছাড়া “চিত্রচেতনা” সংস্থার সাথেও যুক্ত ছিলেন। নদীয়া জেলায় ‘সরকারী সন্ত্রাস’ তথ্যচিত্র নির্মাণে সফরসঙ্গী হয়েছিলেন। খুবই মানবিক ঔদার্যের গুনসম্পন্ন মানুষ হয়ে উঠেছিলেন। করন্দা গণহত্যার প্রতিবাদে ছুটে যাওয়া, কলকাতায় পার্টি কংগ্রেসের পর প্রকাশ্য জমায়েতের প্রস্তুতিতে দিনরাত এক করে পরিশ্রম করা, এরকম অনেক ভূমিকাই রেখেছেন।

কমরেড পুলক লাল সেলাম।

খণ্ড-27
সংখ্যা-38