খবরা-খবর
সংবর্ধনা অনুষ্ঠান
sadd

লকডাউনে বেশিরভাগ পরিবার কাজ হারিয়েছে, কারও আবার ছোটো থেকেই লকডাউনের সঙ্গে দীর্ঘ চোখাচোখি –! কেউ রেশন তুলে সেই চাল বিক্রি করে তবেই পড়াশোনা করার ন্যূনতম রসদটুকু জোগাড় করে –! শক্তিগড়, শীতলা পাড়া, নতুন পাড়ার এরকম বারোজন ছেলে মেয়েকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধিত করা হলো বিপ্লবী যুব অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। মীরা চতুর্বেদীর রবীন্দ্রসংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আজকের সময়কে ছাত্র-যুবরা কীভাবে দেখবে এ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পার্টি দার্জিলিং জেলা সম্পাদক কমরেড অভিজিত মজুমদার। বক্তব্যে নিজের অনুভূতির কথা লড়াইয়ের কথা তুলে ধরে ছাত্রী প্রীতি পাশোয়ান। বক্তব্য রাখেন পার্টির রাজ্য কমিটির সদস্য বাসুদেব বোস, কবি গৌতম চক্রবর্তী, লোকাল কমিটির সম্পাদক মোজাম্মেল হক। উপস্থিত ছিলেন আরওয়াই-এর পক্ষ থেকে তাপস বর্মণ, মামণী বর্মণ, প্রতিমা রায়, তৃষা চ্যাটার্জি। এআইপিডব্লিউ-এর পক্ষে রুবী সেনগুপ্ত সহ শক্তিগড় ব্রাঞ্চের সদস্য এবং এলাকার সহ নাগরিকেরা। ছিলেন ছাত্রছাত্রীদের অভিভাবকেরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাশ্বতী সেনগুপ্ত।

খণ্ড-27
সংখ্যা-37