সিদ্ধান্ত
এআইকেএসসিসি : দিল্লীতে কৃষক আন্দোলনের প্রেক্ষিতে আগামী কর্মসূচী
aaa

সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয় কমিটি (এআইকেএসসিসি)-র পশ্চিমবঙ্গ শাখার ৩০ নভেম্বরের বৈঠক থেকে নিম্নলিখিত আশু কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

  • ১) এআইকেএসসিসি পশ্চিমবঙ্গ শাখা দিল্লীতে চলমান কৃষক আন্দোলনের অন্যতম শরীক হিসাবে এ রাজ্যের বুকে কেন্দ্রীয় নয়া কৃষি আইন এবং বিদ্যুৎ আইনের সর্বনাশা ক্ষতিকারক দিকগুলি তুলে ধরে আগামী ১ ও ২ ডিসেম্বর সমস্ত জেলার গ্রামে গ্রামে অসংখ্য প্রচার সভা, মোদীর কুশপুত্তলিকা দাহ, কৃষি আইনের প্রতিলিপি জ্বালিয়ে দেওয়ার কর্মসূচী সংগঠিত করবো।
  • ২) ৩, ৪ ও ৫ ডিসেম্বর জেলায় জেলায় গুরুত্বপূর্ণ সড়কগুলিতে কৃষকদের পথ অবরোধ সংগঠিত করা হবে।
  • ৩) নয়া কৃষি আইন ও বিদ্যুৎ আইন ২০২০ প্রত্যাহারের দাবিতে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় হাজার হাজার কৃষকদের রাজভবন অভিযান সংগঠিত হবে।
  • ৪) আগামীদিনে পশ্চিমবঙ্গ থেকে কৃষকদের একদল প্রতিনিধি আন্দোলনে অংশগ্রহণ করতে দিল্লী অভিমুখে রওনা দেবে।
  • ৫) রাজ্য সরকারের কাছে আমাদের দাবী অবিলম্বে পশ্চিমবঙ্গ বিধানসভায় কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব গ্রহণ করতে হবে এবং কৃষক স্বার্থবাহী রাজ্য আইন প্রনয়ণ করতে হবে।
  • ৬) দিল্লীতে কৃষক আন্দোলনের শহীদ জনক রাজ ও ধান্না সিং-এর প্রতি এআইকেএসসিসি পশ্চিমবঙ্গ শাখা বিনম্র শ্রদ্ধা নিবেদন করছে।
খণ্ড-27
সংখ্যা-43