প্রস্তাব
১৫ নভেম্বর বিরসা মুণ্ডা জন্ম জয়ন্তী
ddar

১৫ নভেম্বর ১৮৭৫ - ৯ জুন ১৯০০, মাত্র পঁচিশ বছরের জীবন। ভারতের আদিবাসী জনতার কাছে তিনি কেবল উলগুলান বা মহাবিদ্রোহের নেতা নন, তিনি ভগবান বিরসা, তিনি ধরতি আবা। দিকুদের শোষণ বিদ্বেষ ও অবজ্ঞার বিরুদ্ধে আদিবাসী সমাজকে মাথা উঁচু করে বাঁচার শিক্ষা দিয়েছিলেন তিনি। আমাদের দেশের দশ কোটি আদিবাসী জনতার ওপর সুব্যবস্থিত শোষণ ও অত্যাচার চলছে দীর্ঘদিন। সিআরপিএফ ও পুলিশের দ্বারা খুন ধর্ষণ ও গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটে। আমাদের দেশে আদিবাসী জনতার ওপর যে পুলিশী নৃশংসতা চলে, যেভাবে প্রান্তিক করে রাখা হয় সামাজিক ক্ষেত্রে, উচ্ছেদ করা হয় জমি ও অরণ্যের অধিকার থেকে – সেই বাস্তবতাকে স্বীকার করে সেই কাঠামোকে চ্যালেঞ্জ জানাতে ঐক্যবদ্ধ হতে হবে।

খণ্ড-27
সংখ্যা-40