শোক সংবাদ
কমরেড সুনীল কুমার বসু
sa

সিপিআই(এমএল) লিবারেশনের পুর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য কমরেড সুনীল কুমার বসু (সন্তুদা) গত ২৪ নভেম্বর কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি কিছুদিন আগে উত্তরবঙ্গের শিলিগুড়িতে তাঁর ছেলের কাছে যান। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। সেই অবস্থাতেই ছেলের সাথে পুর্ব বর্ধমান জেলার রায়না থানার শ্যামসুন্দরে নিজের বাড়িতে আসেন। তারপর প্রথমে বর্ধমান মেডিক্যাল কলেজ ও পরে কলকাতা নিয়ে যাওয়া হয়। নিমোনিয়া ইনফেকশনের ফলে মৃত্যু হয়। ওনার করোনা ছিল কিনা জানা যায়নি। তিনি ছাত্র অবস্থায় বর্ধমান রাজ কলেজে পার্টির সাথে যুক্ত হন। তারপর কর্মজীবনে ধানবাদ কোলিয়ারীতে কাজ করতেন। তখনও মাসে মাসে বাড়িতে আসতেন, পার্টির কাজে যুক্ত থাকতেন। কয়েক বছর আগে অবসর নেওয়ার পর রায়না ব্লকের দায়িত্বশীল হিসেবে সংগঠনের নেতৃত্বে ছিলেন। বিগত জেলা সম্মেলনে জেলা কমিটির সদস্য হন। বিগত পার্টি কংগ্রেসে প্রতিনিধি ছিলেন। এআইকেএম-এর জেলা কমিটির সদস্য হন। সাম্প্রতিক ঋণ মুক্তির আন্দোলনে রায়না ১নং ব্লক, ২নং ব্লক ও খন্ড ঘোষ ব্লকে ভালো উদ্যোগ নেন। কমরেডের মৃত্যুতে পার্টির, বিশেষ করে পুর্ব বর্ধমান জেলার অপুরণীয় ক্ষতি হল। সব সময় হাসিমুখের কষ্টসহিষ্ণু জনদরদী কমরেড সুনীল কুমার বসু লাল সেলাম ।

খণ্ড-27
সংখ্যা-43