শোক সংবাদ
কমরেড মিহির রায় চৌধুরী
mmmmm

চলে গেলেন কমরেড মিহির রায় চৌধুরী। ৩০ নভেম্বর বেহালা সরশুনায় একাকী নিজ বাসভবনে সকলের অগোচরে প্রয়াত হলেন। স্থানীয় পার্টি কর্মীরা তার সন্ধানে গিয়ে মৃত অবস্থায় উদ্ধার করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তাঁর আদি বাসস্থান উত্তর ২৪ পরগনার অশোকনগরে। সেখানেই ’৬০-এর দশকে ছাত্র জীবনে বিপিএসএফ পতাকাতলে খাদ্য আন্দোলনের মধ্যে দিয়ে বাম আন্দোলনে যুক্ত হন। পরবর্তীকালে নকশালবাড়ি আন্দোলনে যুক্ত হয়ে সিপিআই(এমএল) ধারায় সক্রিয় বিপ্লবী কর্মী হয়ে ওঠেন। এক সময়ে গ্রেফতার হন, দীর্ঘ জেল জীবন কাটান। ’৮০ দশকে নতুন পার্টি কাঠামোয় তিনি আবার তাঁর সক্রিয় ভূমিকায় ফিরে আসেন। গণআন্দোলনের নতুন পথে উদ্বাস্তু অধিকার আন্দোলনে সক্রিয় ভূমিকায় আবারও তিনি গ্রেফতার হন। স্ত্রী হারা, নিঃসন্তান জীবনে পার্টিই ছিল তাঁর পরিবার। এক বুক আশা নিয়ে কৈশোর থেকে বার্ধ্যক্যে পৌঁছেও তিনি ছিলেন চির নবীন। পার্টির সমস্ত কর্মসূচিতে দৃঢ়তার সাথে সামিল হতেন। একজন দরদী মনের কমরেড হয়ে উঠেছিলেন, পার্টির অনুশীলন নিয়ে নানা প্রশ্ন তুলে পার্টি সংগঠনকে চিন্তাশীল হওয়ার জন্য প্ররোচিত করতেন। তিনি রেখে গেলেন ভাই, ভাইয়ের স্ত্রী ও ভাইঝি এবং পার্টির অসংখ্য কর্মী সমর্থকদের। সদা আলাপি, মিষ্টভাষী স্বপ্নসন্ধানী মিহির রায়চৌধুরী আপনি বিশ্রাম নিন, আপনার সাথী-সহযোদ্ধারা জেগে আছেন, জেগে থাকবেন আগামীর সন্ধানে।

কমরেড মিহির রায়চৌধুরী লাল সেলাম!

খণ্ড-27
সংখ্যা-43