খবরা-খবর
“শহীদ কমরেড মৃত্যুঞ্জয়-তরণী স্মৃতি গ্রন্থাগার” উদ্বোধন
tara

সিপিআই(এমএল) লিবারেশন বিষ্ণুপুর-সাতগাছিয়া লোকাল কমিটির উদ্যোগে ১০৩তম নভেম্বর বিপ্লব দিবসে উদ্বোধন হল “শহীদ কমরেড মৃত্যুঞ্জয় তরণী স্মৃতি গ্রন্থাগার”।

কমরেড তরণী সামন্ত ও কমরেড মৃত্যুঞ্জয় নস্কর সত্তর দশকে দক্ষিণ ২৪ পরগণার পার্টি কাজে যুক্ত ছিলেন। সে সময়ের পুলিশ বাহিনীর হাতে শহীদ হন তাঁরা। তাঁদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত গ্রন্থাগার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্টির পলিটব্যুরো নেতা কার্তিক পাল, সিপিআই(এম) দক্ষিণ ২৪ পরগণা জেলা নেতা সুফল পাল, ‘সেরিবান’ প্রকাশনীর প্রতিষ্ঠাতা সুদর্শন দলুই, ‘পূবের আকাশ সাংস্কৃতিক সংস্থা’র অভিজিৎ চক্রবর্তী, ‘প্রস্তুতি নাট্য সংস্থা’র পক্ষে রাকেশ বনু, কবি স্বর্ণলতা মন্ডল, সিপিআই(এমএল) লিবারেশনের দক্ষিণ ২৪ পরগণা জেলা নেতা নবকুমার বিশ্বাস, দিলীপ পাল সহ আরো অনেকে। বক্তব্য রাখেন কার্তিক পাল, দিলীপ পাল, অভিজিৎ চক্রবর্তী, রাকেশ বনু, স্বরচিত কবিতা পাঠ করেন যুব নেতা আশুতোষ মালিক, কবি স্বর্ণলতা মন্ডল, সঙ্গীত পরিবেশন করেন সোমা চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পার্টির জেলা নেতা শুভদীপ পাল।

খণ্ড-27
সংখ্যা-40