খবরা-খবর
বিরসা ও বাংলাকে অপমান করে গেল বিজেপি নেতা অমিত শাহ
ber

পুরুলিয়ায় এসে রাস্তার মোড়ের একটি শিকারের ভাস্কর্যে বিজেপি নেতা অমিত শাহ খুব ঘটা করে মালা পরালেন বিরসা মুণ্ডার গলায় মালা পরাচ্ছি বলে। অতপর বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির পক্ষ থেকে বলা হল, “যদি ওটা বিরসার মুর্তি নাও হয় তবু যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী মালা পরিয়েছেন তাই এখন থেকে ওটাই বিরসার মুর্তি, সকলকে তাই মেনে নিতে হবে”। এতটাই দম্ভ ওদের! আমাদের ইতিহাসের বীরদের ইচ্ছে মতো অপমান করতে পারে ওরা। সরকারে আছে বলেই ওরা ইতিহাস পাল্টে ফেলতে পারে নিজের ইচ্ছে মতো! যে কোনও মুর্তিতে মালা দিয়ে বলতে পারে তাকেই বিরসা মুণ্ডা বলে মেনে নিতে হবে সকলকে!

আদিবাসীদের জন্মজন্মান্তরের আবাসভূমি থেকে উচ্ছেদ করে, অরণ্য ধ্বংস করে আদিবাসীদের জমি লুটেরা পুঁজিপতিদের কাছে বিকিয়ে দেয়; ইউপিতে ভোটে জিতেই সাহারানপুরের দলিত গ্রাম জ্বালিয়ে শেষ করে দেয় আর দলিত কর্মীদের বিরুদ্ধেই ‘সংঘর্ষের’ মামলা আনে; হাতরাসে দলিত মেয়েকে ধর্ষণ করে হত্যা করার পর ধর্ষিতার পরিবারকেই নির্যাতন করে; ভীমা কোরেগাঁওয়ে দলিত সমাবেশে সংগঠিত হামলা চালিয়ে দলিত আন্দোলনকর্মীদের বিরুদ্ধেই ইউএপিএ মামলা চাপিয়ে এনআইএ লেলিয়ে দেয়; সরকারী চাকুরির সংরক্ষণ খতম করে, কর্মসংস্থান সৃষ্টিকারী সরকারি সংস্থাগুলিকে কর্পোরেটদের হাতে তুলে দেয় যাতে আদিবাসী আর দলিতেরা বরাবরের জন্য সম্মানজনক জীবিকা থেকে বঞ্চিত হয়; নর্দমায় নামিয়ে দলিতদের হত্যা করে ওরা, এবং, এইসবের পর ওদের হোতা অমিত শাহ আদিবাসী বাড়িতে খাবার খায় ফটো তোলার জন্য!

খণ্ড-27
সংখ্যা-40