খবরা-খবর
সাধারণ ধর্মঘট ও গ্রামীণ ধর্মঘট সফল করার জন্য পুর্ব বর্ধমান জেলায় প্রচার
bbnnn

জেলার ব্লকে যৌথ ও স্বাধীনভাবে প্রচার সংগঠিত করা হয়। জেলার ১০টি জায়গাতে সিপিআই(এম) ও সিপিআই(এমএল)-এর গণসংগঠনগুলোর উদ্যোগে গণকনভেনশন সংগঠিত করা হয়। ১৩ নভেম্বর পুর্বস্থলী ১নং ব্লকের ইসলামপুর চৌমাথায় যৌথ প্রচারসভা করা হয়। ঋণমুক্তি কমিটির পক্ষ থেকেও এই ধর্মঘটকে সফল করার জন্য জেলায় ৫০০ পোষ্টার ও ২,০০০ লিফলেট বিলি করা হয়। আয়ারলা, এআইকেএম ও আদিবাসী অধিকারও বিকাশ মঞ্চের পক্ষ থেকে জেলায় ১,০০০ পোষ্টার ও ২,০০০ লিফলেট প্রচার করা হয়। ১৯ নভেম্বর নিমো জেলা অফিসে জেলা কর্মী বৈঠক করা হয়। ২২ নভেম্বর পুর্বস্থলী ২নং ব্লক, কাটোয়া ও সদর ১নং ও ২নং ব্লক-এর গ্রামে গ্রামে ও গঞ্জে গঞ্জে প্রচার ও পথসভা সংগঠিত হয়। ২৩ নভেম্বর কালনা ২নং ব্লক-এর অকালপোষ অঞ্চলে ধর্মঘটের সমর্থনে এবং সরকার নির্ধারিত ন্যূনতম মজুরির দাবিতে মিছিল সংগঠিত করা হয় এবং মন্তেশ্বর ব্লকের বিভিন্ন এলাকাতেই প্রচার ও গঞ্জে গঞ্জে প্রচার সভা করা হয়। ২৩ নভেম্বর নাদনঘাট অঞ্চলের গ্রামে গ্রামে যৌথ মিছিল করা হয় এবং মেমারী ১নং ব্লকের রসুলপুর বাজার থেকে যৌথ মিছিল সংগঠিত করা হয়। ২৪ নভেম্বর নাদনঘাট বাজারে যৌথ মিছিল সংগঠিত করা হয়। কাটোয়া থানার অগ্রদ্বীপ বাজারে সিপিআই(এমএল) লিবারেশন ও সিপিএমের পক্ষ থেকে যৌথ মিছিল বাজার পরিক্রমা করে। পরে বাজারে প্রচারসভা সংগঠিত করা হয়।

গ্রামীণ ধর্মঘটের সমর্থন আদায়ের জন্য বর্ধমান জেলার সদর-২ ব্লকের প্রচার সংগঠিত করা হয় পালসিট স্টেশন, পালসিট গ্রাম, খাড়গ্রাম, চন্ডীপূর, করন্দা গ্রামীণ এলাকায় তরুণ মাঝি, সুকুমার সোম, নন্দদুলাল চ্যাটার্জী, খোকন কোড়া, অনিল সানতরার নেতৃত্বে। করন্দা ও খাড়গ্রামে সভা করা হয়। এতে বক্তব্য রাখেন সুকুমার সোম, তরুণ মাঝি ও শ্রীকান্ত রাণা।

খণ্ড-27
সংখ্যা-42