প্রতিবেদন
আবার এনপিআর নোটিশ জারি করেছে কেন্দ্র
np

ভারত সরকারের রেজিস্টার জেনেরাল অব ইণ্ডিয়া এনপিআর, এনআরসি ও সেন্সাস পরিচালনাকারী সংস্থা। সম্প্রতি তারা প্রতিটি রাজ্য সরকারের কোর্ডিনেটরকে চিঠি পাঠিয়ে নির্দেশ দিয়েছে প্রতিটি অঞ্চল এলাকা কলোনী ও বাড়ির সর্বশেষ হিসেব ‘চার্জ রেজিস্টারে’ লিপিবদ্ধ করতে। এই রেজিস্ট্রার বুক এনপিআর, এনআরসি ও সেন্সাসের অবিচ্ছেদ্দ এবং গুরুত্বপূর্ণ অংশ। প্রায় ৩০ লক্ষ এনুমারেটর (তথ্য সংরহকারী) — সরকারী  কর্মচারী ও সরকারী স্কুলের টিচারদের মধ্যে থেকে যাদের নিয়োগ করা হবে — প্রত্যেকে ৬৫০-৮০০ জন ব্যক্তির তথ্য সংগ্রহ করবেন। অনলাইন ও অফলাইন —দুভাবেই এই ডেটা কালেকশন চলবে।

এই এনপিআর হল এনআরসির প্রথম ধাপ। বিজেপি সরকার এনআরসি করতে বদ্ধপরিকর। কোটি কোটি মানুষকে তারা বেনাগরিক বানাতে চায়। আসামে ২০ লক্ষ মানুষকে ওরা বেনাগরিক করেছে যার মধ্যে সব ধর্ম ও ভাষার মানুষেরাই আছেন। আসামে কাট অফ ডেট ছিল ১৯৭১-এর ২৪ সেপ্টেম্বর। দেশের অন্য সব রাজ্যে তা ১৯৪৮-এর ১৯ জুলাই। অর্থাৎ ১৯৪৮ সালের ১৯ জুলাইয়ের আগের জমির কাগজ দেখাতে না পারলে মানুষের চাকরি, ব্যবসা, জমিজমা যা আছে সব তামাদি হয়ে যাবে, চিহ্নিত করা হবে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে। বলাই বাহুল্য কোটি কোটি গরিব, মধ্যবিত্ত মানুষ, কোটি কোটি আদিবাসী মূলনিবাসী মানুষ উৎখাত হবেন। অনেকের জায়গা হবে ডিটেনশন ক্যাম্পে। আসাম তার প্রমাণ। আসাম থেকে শিক্ষা নিয়ে সারা দেশের মানুষই এনআরসির বিরুদ্ধে আওয়াজ তোলে। এনপিআর-এ বাবা মায়ের জন্মস্থান, জন্ম-তারিখ এবং বসবাসের শেষ ঠিকানা ও ভাষা সম্পর্কিত তথ্য সংগ্রহ নিয়ে আপত্তি তোলে অনেক রাজ্য। দেশের ১৩টি রাজ্য সরকার ও ইউনিয়ন টেরিটরি এনআরসি ও নয়া নাগরিকত্ব আইন বিরোধিতা করেছে। তবু জনজীবনে এই বিপর্যয় নামিয়ে আনছে বিজেপি সরকার।

খণ্ড-27
সংখ্যা-46