খবরা-খবর
অস্থায়ী কর্মীদের ছাঁটাইয়ের বিরুদ্ধে লড়াই
asss

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত রাজপুর-সোনারপুর মিউনিসিপ্যালিটির চিন্তামনি কর বার্ডস স্যাঙচুয়ারিতে বার জন অস্থায়ী কর্মচারিকে গত দশই ডিসেম্বর থেকে ছাঁটাই-এর প্রতিবাদে কর্মীরা গেটে পিকেটিং ও অবস্থান কর্মসূচী অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাচ্ছেন। তাঁদের দাবি, বকেয়া এগারো মাসের বেতন, কাজে পুনর্বহাল এবং স্থায়ীকরণ। মিলন বিশ্বাস, দীপঙ্কর সর্দার, গোপাল নস্কর, তন্ময় কুমীর প্রভৃতি কর্মীদের বক্তব্য, কোনো ছুটি ছাড়া এতদিন তাঁরা কাজ করেছেন এমনকি কোভিড পরিস্থিতিতেও। অন্যান্যদের কাজেও ব্যবহার করা হত তাঁদের। এই পরিস্থিতিতে তাঁরা কাজ হারিয়ে কোথায় যাবেন? এআইসিসিটিইউ-এর পক্ষে এই কর্মীদের পাশে থেকে লড়াই চালিয়ে যাওয়া হচ্ছে। সমস্ত সরকারী জায়গায় জানানো হয়েছে।

খণ্ড-27
সংখ্যা-46