খবরা-খবর
মজুরি বৃদ্ধির দাবিতে কৃষি মজুর মিছিল
ddear

৮ ডিসেম্বর পুর্ব বর্ধমান জেলার মেমারী ১নং ব্লকের নিমো গ্রামে ৭০ জন কৃষিমজুর মিছিল করে গ্রাম পরিক্রমা করেন। মিছিল হয় যৌথ নেতৃত্বে আয়ারলা ও সিপিএমের কৃষক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বর্তমান দ্রব্য মুল্য অস্বাভাবিক বেড়ে চলেছে। অথচ কৃষি মজুর দের মজুরি বাড়ছে না। এমন কি সরকার নির্ধারিত ন্যূনতম মজুরিও পাচ্ছেন না। এই ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ নেই। তাই দৈনিক ২০০ টাকা ও ২ কেজি চালের দাবিতে গ্রামে পোস্টার লাগানো হয়। বৈঠকের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে ঘোষনা করেন। অন্যান্য গ্রামে ও প্রচার চলছে। মিছিল হবে। মালিকরা মেনে না নিলে ধর্মঘট সংগঠিত হবে। আয়ারলার পক্ষ থেকে নেতৃত্ব দেন জেলা কমিটির সদস্য সাধন কর্মকার।

খণ্ড-27
সংখ্যা-44