খবরা-খবর
কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে বারাসাত কোর্ট চত্তরে আইসা ও এআইপিএফ-এর অবস্থান
var

কালা কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে চলমান কৃষক আন্দোলনের সমর্থনে ১৯ জানুয়ারী এআইপিএফ এবং আইসা বারাসাত কোর্ট চত্তরে প্রতিবাদ অবস্থান কর্মসুচী পালন করে। এই জেলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কৃষক বিদ্রোহের অন্যতম নেতা শহিদ তিতুমীরের নামাংকিত (জন্ম ২৭ জানুয়ারী ১৭৮২) মঞ্চে অবস্থান শুরু হয় দুপুর ১২টায়। মোদি সরকারের কৃষি আইনের বিরোধিতা ছাড়াও, শ্রম কোড বাতিল, নয়া শিক্ষানীতি-২০২০ এবং বিদ্যুৎ বিল-২০২০ বাতিলের দাবিও বিভিন্ন বক্তার ভাষণে উঠে আসে। একই সঙ্গে এই কথাও বলা হয় যে বিজেপির মতন বিপর্যয় সৃস্টিকারী শক্তি কোনোভাবেই যাতে পশ্চিমবাংলায় কোনো মতেই ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে সচেষ্ট হতে হবে। অবস্থান মঞ্চে বক্তব্য রাখেন এআইপিএফ-এর পক্ষে দেবজ্যোতি মজুমদার, আয়ার্লার সম্পাদক অজয় বসাক, আইপোয়ার শোভনা নাথ, আইসার অন্নেষা রায়, সৌরভ কাঞ্জিলাল, গণআন্দোলনের সংগঠক নীলকন্ঠ আচার্য্য, জয়ন্ত সিনহা। র‌্যাপ পরিবেশন করে আইসার অনীক, আবৃত্তি করেন শিক্ষক কম মহিউদ্দিন, শোভনা নাথ। সভার শুরুতে গণ সংগীত গেয়ে শোনান কমরেড বাবুনি। সমগ্র মঞ্চ পরিচালনা করেন আইসার পক্ষ থেকে কমরেড তপু সরকার। সন্ধ্যা ৬ টায় অবস্থান কর্মসূচী শেষ হয়।

খণ্ড-28
সংখ্যা-3