খবরা-খবর
পান্ডুয়ায় মহিলা কিষাণ দিবসে প্রগতিশীল মহিলা সমিতির উদ্যোগ
rrrr

পান্ডুয়া ব্লকের তিন্না আদিবাসী পাড়ায় এআইপিডব্লিউএ-র উদ্যোগে মহিলা কিষাণ দিবস উপলক্ষ্যে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক সময়ে আদিবাসী জনগণের অধিকার আন্দোলন ও ঋণমুক্তি আন্দোলন থেকে উঠে আসা অগ্রণী কর্মীরা এই সভায় সামিল হন। আর অবশ্যই, খেতমজুরদের মজুরি বৃদ্ধির প্রশ্নে, পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন তথা বিভিন্ন গণআন্দোলনের অভিজ্ঞতা সম্পন্ন দীর্ঘদিনের পুরানো মহিলা কর্মীরাও এই কর্মীসভায় উপস্থিত ছিলেন। গরিব কৃষক ও খেতমজুর ঘর থেকে উঠে আসা সংখ্যালঘু ও দলিত সম্প্রদায়ের মহিলারাই ছিলেন কর্মীসভার সিংহভাগ। কর্মীসভায় মোদী সরকারের জনবিরোধী তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাজধানী দিল্লীকে অবরুদ্ধ করে রাখা কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানানো হয়। এই গৌরবময় কৃষক সংগ্রামে ইতিমধ্যেই যেসব কিষাণ-কিষাণী নিহত হয়েছেন তাঁদের প্রতি কর্মীসভায় শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সঙ্গে মহিলাদের সম্মান ও অধিকারগুলি মোদী জমানায় যেভাবে ভূলুণ্ঠিত হচ্ছে তার বিরুদ্ধে কর্মীসভায় প্রতিরোধে জেগে ওঠার শপথ নেওয়া হয়। কর্মীসভা পরিচালনা করেন অ্যাপোয়া রাজ্য সম্পাদক চৈতালি সেন। এছাড়াও কর্মীসভায় বক্তব্য রাখেন সরস্বতী বেসরা, চন্দনা মন্ডল ও শিপ্রা চ্যাটার্জী।

খণ্ড-28
সংখ্যা-3