খবরা-খবর
চক্রবেড়িয়ায় কৃষকদের সমর্থনে অনশন ও মশাল মিছিল
cccc

কৃষক আন্দোলনের সমর্থনে ভবানীপুরের চক্রবেড়িয়া এলাকায় নেতাজী ভগৎ সিং ইউনাইটেড ফোরাম অ্যান্ড জাস্টিস ইউনিফাইং সোশ্যাল ট্রান্সফরমেশন (JUST) অনশন মঞ্চ চালায় ১৮ জানুয়ারী পর্যন্ত। প্রতিবাদ কর্মসূচীর ১২তম দিনে সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি থেকে ৮ জন অংশ নেন। নয়া কৃষি আইন বাতিলের দাবিতে সেখানে দীর্ঘক্ষণ পোস্টারিং, বক্তব্য, শ্লোগান, কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশন করা হয়। বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে অনশন। বেলা ৪টা থেকে ৫টা পর্যন্ত প্রচার চলে প্রচার গাড়িতে করে। অনশন মঞ্চে নয়া কৃষি আইনকে বিরোধিতা করে কিছু কর্মসূচী নেওয়া হয় এবং ধর্মতলার ধর্ণা মঞ্চে ১৮ জানুয়ারী মহিলা কৃষক দিবসে সামিল হয়। ২৬ জানুয়ারী এই ফোরামের পক্ষ থেকে কৃষক প্রজাতন্ত্র দিবস পালন করা হয় মশাল মিছিলের মধ্যে দিয়ে।

- স্বপ্না চক্রবর্তী    

খণ্ড-28
সংখ্যা-4