নদীয়ায় গ্রাম পরিক্রমা
vvva

চলমান কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানাতে এবং এ রাজ্যে কৃষক জনগণের প্রধান শত্রু বিজেপির বিরুদ্ধে সজাগতা অভিযানকে এগিয়ে নিয়ে যেতে গত ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হলো এক প্রচার যাত্রা। ধবুলিয়া ব্লকের বিভিন্ন এলাকায় এই প্রচার যাত্রা গ্রামাঞ্চল পরিক্রমা করে। ধুবুলিয়া অঞ্চলের হাসাডাঙ্গা, বাহাদুরপুর, ভক্তিনগর, পন্ডিতপুর, বনগ্রাম সহ বিভিন্ন গ্রামগুলিতে দাঁড়িয়ে বক্তব্য রাখা, প্রচারপত্র বিলি করা, জনগণের সাথে কথা বলা প্রভৃতির মধ্য দিয়ে  নেতৃবৃন্দ ও কর্মীরা জনসংযোগ অভিযান সংগঠিত করে। কোম্পানিরাজের বিরুদ্ধে কৃষকের পক্ষে, মোদী রাজের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে, কেন্দ্র ও রাজ্য সরকারের বে-রোজগারি নীতির বিরুদ্ধে, কর্মসংস্থানের দাবিতে, ১০০ দিনের কাজের দাবিতে ফেস্টুনে সুসজ্জিত প্রচার গাড়ি ব্যাপক মানুষের দৃষ্টি আকর্ষণ করে। বিজেপি সরকার ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণে কৃষকদের চরম বঞ্চিত করছে, ১০০ দিনের কাজের বরাদ্দ কমিয়ে দিয়ে কর্মনিশ্চয়তা প্রকল্পকে প্রায় তুলে দেওয়ার চক্রান্ত করছে, সার-বীজ-ডিজেলের মূল্যবৃদ্ধি চাষিদের উপর সংকটের বোঝা চাপিয়ে দিচ্ছে – এ বিষয়গুলি বক্তব্যে তুলে ধরা হয়। পাশাপাশি রাজ্য সরকারের দুর্নীতি দলবাজি ও উন্নয়নের নামে মিথ্যাচারের বিরুদ্ধে প্রচার করা হয়। পরিক্রমায় অংশগ্রহণ করেন পার্টির নদীয়া জেলা সম্পাদক সুবিমল সেনগুপ্ত, জেলা কমিটি সদস্য জীবন কবিরাজ, সন্তু ভট্টাচার্য, ধুবুলিয়া এরিয়া কমিটির সদস্য বেলা দে, শংকর রায় প্রমূখ।

খণ্ড-28
সংখ্যা-3