খবরা-খবর
একুশের ডাক — ‘ফ্যাসিবাদ নিপাত যাক’ : উত্তরপাড়া গণভবনে গণকনভেনশন
Uttarpara convention

১৩ ফেব্রুয়ারী সিপিআই(এমএল) লিবারেশনের উদ্যোগে হুগলীর উত্তরপাড়ায় গণভবনে অনুষ্ঠিত হল ‘একুশের ডাক — ফ্যাসিবাদ নিপাত যাক’ শিরোনামে এক গণকনভেনশন। এই কনভেনশনের প্রধান বক্তা ছিলেন পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। এছাড়াও বক্তব্য রাখেন অল ইন্ডিয়া স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি নিলাশিস বসু। সভাপতিমণ্ডলীতে ছিলেন সংগঠনের বর্ষীয়ান সদস্য স্বপন মজুমদার ও ছাত্র নেতা অঙ্কিত মজুমদার। সূচনায় প্রতিরোধের গান পরিবেশন করেন পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের নীতীশ রায় ও অসীম সরকার, তবলা সঙ্গতে ছিলেন প্রদীপ সরকার। কবিতা পাঠ করেন কবি সুজন ভট্টাচার্য। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পার্টির হুগলী জেলা কমিটির সদস্য তথা ছাত্র সংগঠক সৌরভ রায়। এই কর্মসূচীতে লিবারেশনের কর্মী, সমর্থকরা ছাড়াও এলাকার বিভিন্ন ধারার গণ আন্দোলনের কর্মী, সংগঠক, চিকিৎসক, শিক্ষক, আইনজীবী, শিল্পী-সাহিত্যিক প্রমুখ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য উত্তরপাড়া বিধানসভা আসন সেই ১২টি কেন্দ্রের অন্যতম যেগুলিতে আসন্ন বিধানসভা নির্বাচনে সিপিআই(এমএল) প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে কিছুদিন আগেই সংগঠনের তরফে সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে।

খণ্ড-28
সংখ্যা-6