খবরা-খবর
‘‘একুশের ডাক — ফ্যাসিবাদ নিপাত যাক’’ : বর্ধমানে গণকনভেনশন
Convention at Burdwan

গত ১৫ ফেব্রুয়ারী বর্ধমান শহরের লায়ন্স ক্লাব হলে সিপিআই(এমএল) লিবারেশন এর পুর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে গণকনভেনশন সংগঠিত হয়। এই কনভেনশনের বিষয় ছিল “একুশের ডাক — ফ্যাসিবাদ নিপাত যাক “গনতন্ত্র রক্ষা ও জীবন জীবিকার নিরাপত্তার সংগ্রামকে শক্তিশালী করা সম্পর্কে। এই কনভেনশনের প্রধান বক্তা ছিলেন সিপিআই(এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। কনভেনশনের শুরুতেই গত ১১ ফেব্রুয়ারী চাকরির দাবিতে নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জে আহত ডিওয়াইএফআই কর্মী কমরেড মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হল। এবং ধিক্কার জানানো হল। তাছাড়া দিল্লির কৃষক আন্দোলনের প্রয়াত কৃষক শহীদদের ও সাম্প্রতিক প্রয়াত সিপিআই(এমএল) লিবারেশন-এর রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য নদীয়া জেলা সম্পাদক কমরেড সুবিমল সেনগুপ্ত সহ সমস্ত শহীদের স্মরণ করা হয়। কনভেনশনে জেলার বিভিন্ন ব্লক থেকে সাড়ে তিন শত মানুষ উপস্থিত ছিলেন। ঋণগ্রস্ত মহিলাদের ভালোসংখ্যক উপস্থিতি উল্লেখযোগ্য। উপস্থিত ছিলেন আদিবাসী মহিলারাও। শহরের কিছু বুদ্ধিজীবি ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি উল্লেখযোগ্য। কনভেনশনে গণসঙ্গীত পরিবেশন করেন গণশিল্পী পরিষদের বাবুনী মজুমদার। সঞ্চালক ছিলেন এআইকেএম-এর রাজ্য সভাপতি অন্নদাপ্রসাদ ভট্টাচার্য। প্রথমে বক্তব্য রাখেন এআইএসএ-র রাজ্য সভাপতি নিলাশিষ বসু তারপর বর্ধমান মিউনিসিপাল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক অরুণাভ চক্রবর্তী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানস ঘোষ, নো ভোট ফর বিজেপি মঞ্চের মোজাম্মেল হক ও সিপিআই(এমএল) লিবারেশনের পলিট বুরোর সদস্য কার্তিক পাল বক্তব্য রাখেন।

সর্বশেষ বক্তব্য রাখেন সিপিআই(এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। তিনি খাদ্য আন্দোলনের শহীদ নুরুল ইসলাম সাথে আজকের চাকরির দাবিতে আন্দোলনে শহীদ মইদুল ইসলাম মিদ্যার হত্যার প্রতিবাদে নামার আহ্বান জানান। ঋণগ্রস্ত মহিলাদের তথা গ্রামীণ গরিব মানুষের ঋণ মকুব করার আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দেন। দেশ জুড়ে কৃষক আন্দোলনের উপর দমন-পীড়ন ও আন্দোলনকারীদের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্দোলনজীবী ও পরজীবী বলে কটুক্তি ও কটাক্ষ করার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার উপর জোর দেন। বিজেপির ফ্যাসিস্ট হামলার বিভিন্ন দিক তুলে ধরে পশ্চিমবঙ্গে আগামী বিধানসভার নির্বাচনে বিজেপির ক্ষমতায় আসার চেষ্টা রুখে দেওয়ার আহ্বান রাখেন। সিপিআই(এমএল) লিবারেশন এই নির্বাচনে পশ্চিমবঙ্গে ১২টি আসন এবং পুর্ব বর্ধমান জেলায় দুটি আসন মন্তেশ্বর ও জামালপুর বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত ঘোষণা করেন। বাকি কিছু আসনে বামপন্থীদের সমর্থন করবেন এবং বিজেপিকে হারানোর জন্য ভোট দিতে। বিজেপিকে রোখার জন্য সিপিআই(এমএল) লিবারেশন এত কম কেন্দ্রে প্রার্থী দেবেন বলে ঘোষণা করেছেন। এই নির্বাচনে বিজেপির অগ্রগতি আটকানো সিপিআই(এমএল) লিবারেশনের প্রধান লক্ষ্য এবং বামপন্থীদের অগ্রগতির চেষ্টা করা। বামপন্থী আন্দোলনের ঐতিহ্যসম্পন্ন বর্ধমান জেলার মানুষের উদ্দেশ্যে তিনি বলেন এই নির্বাচনে বামপন্থীদের দ্বিতীয় শক্তিতে পরিণত করুন।

খণ্ড-28
সংখ্যা-6