ধনিয়াখালি কেন্দ্রে প্রার্থী সজল দে-র সমর্থনে মহিলা সমিতির প্রচার
Campaign of women's association

১৪ মার্চ হুগলির ধনিয়াখালি বিধান সভা কেন্দ্রের সিপিআই(এমএল) প্রার্থী কমরেড সজল কুমার দে-র সমর্থনে ধনিয়াখালি বাজার ও সংলগ্ন এলাকায় এক প্রচার পরিক্রমা হয়। সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির উদ্যোগে স্থানীয় সংগঠক অর্পিতা রায় ও ঋণ মুক্তি আন্দোলনের অগ্রনী কর্মী রুমা আহিরি-র নেতৃত্বে ভালো সংখ্যক মহিলা এই পরিক্রমায় সামিল হয়েছিলেন। কমরেড সজল দে-র সঙ্গে যুবক কমরেডরাও ছিলেন। ধনিয়াখালির কলেজ মোড় থেকে বিকেল ৪টেয় প্রচার শুরু হয়। পাড়ার ভিতর দিয়ে বাজার চত্বর ঘুরে মদনমোহন তলায় সন্ধ্যা ৭টায় প্রচার শেষ হয়।

তিন তারা পতাকায় সুসজ্জিত টোটো থেকে মাইকে স্থানীয় ও রাজ্য ইস্যুতে, বিশেষতঃ বিজেপির জনবিরোধী নীতি ও কার্য কলাপের বিরুদ্ধে জীবন্ত বক্তব্য রাখতে থাকেন কমরেড শ্রাবণী মালিক। এলাকার মানুষ ঘর থেকে বেরিয়ে এসে তা শোনেন। জনবহুল মোড়ে মোড়ে বক্তব্য রাখা হচ্ছিল, প্রার্থী পরিচিতি চলছিল। প্রচার চলাকালীন আমাদের প্রার্থী যেভাবে মানুষের সঙ্গে কথা বলছিলেন, হাত মেলাচ্ছিলেন তা থেকে বোঝা যাচ্ছিল তিনি এলাকায় আন্দোলনের মুখ হিসেবে যথেষ্ট পরিচিত। পথ চলতি মানুষ ও দোকানীরা আগ্রহের সাথে সমিতির ও পার্টির প্রচারপএ নেন এবং বক্তব্যও শোনেন। বক্তব্য রাখেন, অর্পিতা, রুমা, রাজ্য নেত্রী চন্দ্রাসমিতা চৌধুরী ও চৈতালি সেন এবং সৌমি জানা।

খণ্ড-28
সংখ্যা-10