এফসিআই বাঁচানোর আহ্বানে উত্তরপ্রদেশে সিপিআই(এমএল) ও এআইকেএম-এর ধর্ণা কর্মসূচী
Dharna program of CPI (ML) and AIKM

সংযুক্ত কিসান মোর্চা ‘এফসিআই বাঁচাও’ ডাক দিয়েছিল। তাতে সাড়া দিয়ে সিপিআই(এমএল) ও সারা ভারত কিসান মহাসভা ৫ এপ্রিল উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় ধর্ণা প্রতিবাদ কর্মসূচী সংগঠিত করে। মৌ, গাজিপুর, চন্দৌলি, জালাউঁ ও অন্যান্য জেলায় কর্মসূচী সফলভাবে পালিত হয়। প্রতিবাদ কর্মসূচী স্থলে অনুষ্ঠিত জনসভাগুলিতে নেতৃবৃন্দ বলেন, মোদী সরকার যে তিনটে কালা কৃষি আইন জনগণের ওপর চাপিয়ে দিয়েছে তার একটাতে বলা হয়েছে কৃষকরা খোলা বাজারে তাদের উৎপন্ন ফসল বিক্রির ‘স্বাধীনতা’ পাবে। এই স্বাধীনতা একটা ভ্রান্তি ছাড়া অন্য কিছু নয়। কেননা, বাস্তবে এটা মাণ্ডি সমিতিগুলোর বন্ধ হয়ে যাওয়ার পথ প্রশস্ত করছে, যে মাণ্ডি সমিতিগুলো সরকারের হয়ে খাদ্যশস্য সংগ্ৰহ করে। আরও প্রশস্ত করছে ন্যূনতম সহায়ক মূল্য বন্ধ হয়ে যাওয়ার পথ। মাণ্ডি সমিতিগুলো যে খাদ্যশস্য সংগ্ৰহ করে সেগুলোই এফসিআই-এর গুদামে জমা হয়, সেখান থেকে যায় রেশন দোকানগুলোতে, যেখান থেকে দরিদ্ররা কম দামে খাদ্যদ্রব্য পান। সরকার যদি মাণ্ডি সমিতিগুলোর মাধ্যমে খাদ্যশস্য সংগ্ৰহ বন্ধ করে দেয় তবে এফসিআই-এর আর অস্তিত্ব থাকবে না এবং দরিদ্রদের ভর্তুকিতে রেশন পাওয়াও বন্ধ হয়ে যাবে। আর তাই দরিদ্রদের এবং সারা দেশের স্বার্থেই এফসিআই-কে বাঁচানো এবং তিনটে কৃষি আইনকে বাতিল করাটা জরুরি বলে বক্তারা তাঁদের বক্তব্যে তুলে ধরেন।

খণ্ড-28
সংখ্যা-14