প্রয়াণে : (কবি শঙ্খ ঘোষ স্মরণে)
In memory of poet Shankha Ghosh

তর্জনী তুলেছ, রাজা রক্তচোখ হ'লে
সাহসী প্রত্যয় ছিল বিনম্র বাচনে
তোমার স্মৃতি কেন জায়মান
আমার দুঃখ তথাগত কেন?
কেন যাও অনির্দেশে, এতখানি অভিমান বয়ে
অভিযান কেন আজ মানুষী বাঁধন ছেড়ে?

কবি যদি ক্রান্তদর্শী হয়
শঙ্খসুরে আজানু স্পন্দিত দেশ
বাবরের প্রার্থনায় জাতিস্মর
লোকস্মৃতি বেয়ে লোকায়ত যেন

তাঁর মর্মবাণী ধ্বনিময়।

তোমার জেহাদ অফুরাণ
অনির্বাণ তোমার শব্দবেধ
ঋজুরেখ চেতনার সাথে
চারণ কবির পদক্ষেপে
হিম্মত চারিয়ে দিয়ে গেলে।

অভিজিৎ মজুমদার
২১ এপ্রিল ২০২১

খণ্ড-28
সংখ্যা-15