কমরেড সুবীর ভট্টাচার্য
Comrade Subir Bhattacharya

১৯ মে, ৬৮ বছর বয়সে প্রয়াত হলেন বালির দীর্ঘদিনের পার্টি সমর্থক কমরেড সুবীর ভট্টাচার্য (বেটোদা)। কয়েকদিন আগে কোভিড আক্রান্ত হয়ে তিনি দমদমের একটি নার্সিংহোমে ভর্তি হন। কোভিড থেকে সুস্থ হয়ে উঠলেও দীর্ঘদিনের হৃদরোগ এবং সুগারের সমস্যা কাহিল করে দিয়েছিল ভিতর থেকে। সদাহাস্যময় প্রাণোচ্ছ্বল এই মানুষটি পার্টি সদস্য না হলেও পার্টি পরিবারেরই ছিলেন। বালি জোড়া-অশ্বত্থতলা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের শিক্ষক ছিলেন। তাঁর আরও একটা বড় পরিচয়, বালি-বেলুড়-উত্তরপাড়া জুড়ে তাঁর অবাধ সাংস্কৃতিক যাতায়াত। সাংস্কৃতিক সংগঠনের সাথে ওপপ্রোতভাবে জড়িয়ে ছিলেন। গড়ে তুলেছিলেন নাটকের দল। বালি এলাকার প্রতিষ্ঠিত নাট্যকার এবং নাট্যাভিনেতা হিসেবে সকলের কাছে পরিচিত ছিলেন। ছিলেন শখের ছড়াকার। বহুমুখী প্রতিভার অধিকারী ‘বেটোদা’র প্রয়াণে সিপিআই(এমএল) লিবারেশনের বালি-বেলুড় লোকাল কমিটি গভীর শোকপ্রকাশ করেছে।

খণ্ড-28
সংখ্যা-18