কাশীপুর গান শেল ফ্যাক্টরীতে গণভোট
Gun-Shell Factory

কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে এলপিএফ, টিইউসিসি, এআইসিসিটিইউ'র সম্মিলিত প্রতিরক্ষা শিল্পের সর্বভারতীয় কর্মী ফেডারেশন এনপিডিইএফ, এআইডিইএফ, বিপিএমএস ও কনফেডারেশন অফ ডিফেন্স রেকগনাইজেড অ্যাসোসিয়েশনের যুক্ত উদ্যোগে ১৮ সেপ্টেম্বর এক গণ ভোটের আয়োজন করা হয়।

প্রতিরক্ষা শিল্পকে কর্পোরেশন করার প্রশ্নে জনমত যাচাইয়ের লক্ষ্যেই এই সম্মিলিত ট্রেড ইউনিয়ন উদ্যোগ। দেখা গেল, ২৩০১ কর্মী এই গণভোটে নিজের মতামত ব্যক্ত করেন। এর মধ্যে, ২২৯৭ কর্মীই কর্পোরেশনে পরিণত করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেন। মাত্র ৪ জন কর্পোরেশনের পক্ষে মত ব্যক্ত করেন। অর্থাৎ, ৯৯.৮৩ শতাংশ ভোট পড়েছে কর্পোরেশনের বিপক্ষে।

চরম দমনমূলক প্রতিরক্ষা অধ্যাদেশ (যা এখন আইনে পরিণত হয়েছে) জারি করে মোদী সরকার কারখানার অভ্যন্তরে সমস্ত ধরনের প্রতিবাদী কন্ঠকে রুদ্ধ করার লক্ষ্যে যে দানবীয় আইন জারি করলো, তার বিপরীতে গিয়ে অভিনব পন্থায় জনমত যাচাইয়ের যে গণতান্ত্রিক পদ্ধতি যুক্ত ট্রেড ইউনিয়নগুলো করে দেখালো, তা প্রশংসার দাবি রাখে।

খণ্ড-28
সংখ্যা-34