মহিলা সমিতির আলোচনাসভা
Women's Association Conference

৮ সেপ্টেম্বর সারাভারত প্রগতিশীল মহিলা সমিতির এক আলোচনা সভা আয়োজিত হয় বজবজে সিপিআই(এমএল) লিবারেশনের দক্ষিণ ২৪ পরগণা জেলা অফিসে। বিষয় ছিল ‘স্বাধীনতার ৭৫ বছর ও মহিলাদের অবস্থা’। উপস্থিত ছিলেন সমিতির রাজ‍্য সম্পাদিকা ইন্দ্রানী দত্ত, আইসার জেলা সম্পাদিকা অনিন্দিতা মালিক, লিবারেশনের বজবজ গ্রামীণ লোকাল কমিটির সম্পাদক ইন্দ্রজিৎ দত্ত। আলোচনাসভায় সবাই বক্তব্য রাখেন। পরিচালনা করেন সমিতির জেলা সম্পাদিকা কাজল দত্ত। বিভিন্ন রকম সমস্যার মধ্যে থেকেও মহিলারা সমাবেশিত হন, অনেক পুরুষ সাথীও উপস্থিত ছিলেন। ইন্দ্রানী দত্ত সহজ সরল ভাষায় মহিলাদের অবস্থান সমাজে কেমন ও মনুবাদের দর্শন এবং মহিলাদের উপর নিপীড়নের দিক ব্যাখ্যা করেন। অনিন্দিতা মালিক বলেন স্বাধীনতার ৭৫ বছর পরেও মহিলারা যে এখনো স্বাধীন হয়নি তার প্রমাণ দিতে হয়। মহিলারা যে পুরুষদের থেকে কম নয় এই লড়াই এই সমাজ ব্যবস্থায় চালিয়ে যেতে হচ্ছে। মহিলাদের উপর ফ্যাসিবাদী আক্রমণ, ১০০ দিনের কাজ বন্ধ, মজুরি সংকোচন, রেশনের অব্যবস্থা, নয়া কৃষি আইন ও বিদ্যুৎ বিল বাতিল, দেশ বেচার পাইপলাইন বন্ধ করা ও শ্রম কোড প্রত্যাহারের দাবিতে ২৭ সেপ্টেম্বরের সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে ভারত বনধ্ সফল করার সর্বাত্মক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে জেলা সম্পাদিকা সভার কাজ শেষ করেন।

খণ্ড-28
সংখ্যা-33