জহর (সুব্রত দত্ত) স্মরণে
Subrata Dutt

comrade Jaharগত ২৯ নভেম্বর ছিল ১৯৭৪ সালে পুনর্গঠিত সিপিআই(এমএল) লিবারেশনের দ্বিতীয় সাধারণ সম্পাদক কমরেড জহরের (সুব্রত দত্ত) ৪৭তম শহীদ দিবস। ১৯৭৫ সালের এই দিনে বিহারের ভোজপুর জেলার বাবুবাঁধ গ্রামে রাষ্ট্রীয় সশস্ত্র বাহিনীর ঘেরাও আক্রমণের বিরুদ্ধে কয়েক ঘন্টাব্যাপী প্রতিরোধ সংগ্রামে শহীদের মৃত্যু বরণ করেন। ঐ সংগ্রামে একইসঙ্গে শহীদ হন আরও দু'জন কমরেড — কমরেড নির্মল কুমার (ডাক্তার) ও কৃষক কমরেড রতন। শহীদদের আত্মদান ব্যর্থ হয়নি। কৃষক সংগ্রাম পুনর্জীবিত হয়েছে ভোজপুরের মাটিতে, বিহারের অগ্নিগর্ভ ভূমিতে, দেশের রাজ্যে রাজ্যে গণসংগ্রামের ময়দানে। পার্টির পক্ষ থেকে এদিন শহীদ স্মরণ করা হয়, তাঁদের  আদর্শ ও স্বপ্ন পূরণের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয়। বীর শহীদদের স্মৃতি থাকবে অবিনশ্বর, পাথেয় হয়ে থাকবে চির প্রেরণার।

খণ্ড-28
সংখ্যা-42